Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় আরও ১৪৬ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৭:৪১ পিএম

গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ১৪৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪৬ জন।
আজ শনিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবারে খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৩৬২ টি। এর মধ্যে ১৫৫ টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৪৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ২জন, বাগেরহাটের ৫ জন ও গোপালগঞ্জের ১ রয়েছেন।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমদে জানান, শনিবার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৮০০ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ১৪৬ জনের করোনা শনাক্ত হলো। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪৬জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ