Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ৭ ব্যাংক কর্মকর্তাসহ করোনায় নতুন করে আক্রান্ত ২১

জেলায় পজেটিভের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১:২৩ পিএম

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তাসহ করোনা ভাইরাসে নতুন করে ২১ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৩২৮ জন কোভিড রোগী সনাক্ত হল। ১৯ জুন শুক্রবার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে কোভিড ১৯ আপডেটে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯ জুন শুক্রবার মোট ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১২৭ টি নমুনা ছিল। তাতে কুষ্টিয়া জেলায় নতুন করে ২১ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়াও আরো ১ জনের রিপোর্ট ফলোআপে পজেটিভ হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ১০ জন, সদর উপজেলায় ৫ জন, কুমারখালীতে ১ জন, মিরপুরে ২জন ও খোকসায় ১ জন। কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা পেয়ারাতলা ১ জন, থানাপাড়া ২ জন, কাঞ্চনপুর (কমলাপুর) ১ জন ও আড়ুয়াপাড়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা দক্ষিণ ভবানীপুর। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানা কাচারিপাড়া ১ জন, কুন্ডুপাড়া ১ জন, কুটিবাজার ১ জন, উত্তর ভবানীপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন ও ভেড়ামারা সোনালী ব্যাংকের ৫ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ইসলামী ব্যাংক, পোড়াদহ। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ফারাকপুর ১ জন ও দুঃখীপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা রাজিনাথপুর। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৪ জন। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৩২৮ জন কোভিড রোগী সনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী সনাক্তের মধ্যে, দৌলতপুর ৪৪, ভেড়ামারা ৫০, মিরপুর ২৫, সদর ১৫২, কুমারখালী ৪২ ও খোকসা ১৫ জন। এর মধ্যে পুরুষ রোগী ২৫২, নারী রোগী ৭৬ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৩৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন। মৃত্যু ৩ জন। সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ