পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই নতুন করে সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বাহিনীর আরও ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে এই বাহিনীর মোট ৫৩৮ জন আক্রান্ত হলেন। গতকাল বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন এসব তথ্য জানান।
তিনি আরো জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন।
সূত্র জানায়, বাহিনীতে সুস্থতার হারও সাফল্যজনক। গতকাল পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩১৭ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার প্রায় ৫৯ শতাংশ। যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে ২ জন কর্মকর্তা, ৯০ জন ব্যাটালিয়ন আনসার, ২১৬ জন সাধারণ আনসার, ২ কর্মচারী ২ জন মহিলা আনসার একজন ভিডিপি সদস্য, একজন উপজেলা আনসার কমান্ডার ও বিশেষ আনসার ৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যদের কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। এ বাহিনীর বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল/হোম কোয়ারেন্টিনে আছেন ১০১ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।