পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ জানান, গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে কামাল লোহানীকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন। এই কার্যক্রম শেষ হলে আরও বিস্তারিত জানানো হবে। এর আগে, কামাল লোহানীর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেন তার ছেলে সাগর। সেসময় তিনি বলেন, বাবার অবস্থা সংকটাপন্ন।
গত মাসের মাঝামাঝিতে কিডনির সমস্যাসহ কামাল লোহানীর (৮৬) অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।