Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ থেকে সোনার বাংলা এক্সপ্রেস সাময়িক বন্ধ

কাল থেকে চলবে না উপকূল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

করোনার কারণে যাত্রী কম হওয়ায় ও ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে আজ শনিবার থেকে সোনার বাংলা এক্সপ্রেস ও কাল রোববার থেকে উপকূল এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) কালিকান্ত ঘোষের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পক্ষ থেকে রেড জোনে ১৬ জুন সাধারণ ছুটি ঘোষণা করায় ট্রেনে যাত্রী সংখ্যা কমে আসছে। এ জন্য সোনার বাংলা শনিবার থেকে ও উপক‚ল এক্সপ্রেস রবিবার থেকে সাময়িক বন্ধ থাকবে।

এদিকে পরিস্থিতির উন্নতি হলে আগের মতোই ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান। করোনার কারণে ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ৩১ মে থেকে দুটি পর্বে ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সীমিত আকারে চালানো শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ