Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৮ জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত

তিন কাউন্সিলর ও এক কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসে দেশের ১১ পৌরসভার মেয়র, ১৭ কাউন্সিলর এবং ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তিন কাউন্সিলর এবং একজন কর্মচারী মারা গেছেন বলে জানা গেছে। গতকাল বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পৌরসভার করোনায় আক্রান্ত ও নিহত কর্মীদের ক্ষতিপূরণের আওতায় আনতে সরকারের কাছে দাবিও জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে সরাসরি জনসেবায় নিয়োজিত। লকডাউনসহ যাবতীয় জনসচেতনতামূলক কাজে প্রশাসনকে সহযোগিতা করছে পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তাই উপ-শহরের কোটি কোটি মানুষের সেবার মান সচল রাখার স্বার্থে অবিলম্বে স্থানীয় সরকার বিভাগসহ অর্থ বিভাগকে এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য ৩২৮টি পৌরসভার পক্ষ থেকে দাবি জানানো হয়।
ইতোমধ্যে গফরগাঁও পৌরসভার এস এম ইকবাল হোসেন সুমন, পটুয়াখালীর মহিউদ্দিন আহাম্মেদ, দাউদকান্দির নাইম ইউছুফ, কক্সবাজারের মো. মুজিবুর রহমান, চন্দনাইশের মাহবুবুল আলম, চৌদ্দগ্রামের মো. মিজানুর রহমান, ভেড়ামারার শামিমুল ইসলাম সানা, মীরকাদিমের শহিদুল ইসলাম শাহীন, ধুনটের এ জি এম বাদশাহ, কালকিনির এনায়েত হোসেন ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে গফরগাঁও, পটুয়াখালী এবং কক্সবাজারের মেয়র সুস্থ্ হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন।
আক্রান্ত কাউন্সিলরা হলেন, দাউদকান্দির ৩ নম্বর ওয়ার্ডের ফারুক প্রধান, ৬ নম্বর ওয়ার্ডেও মো. সালাউদ্দিন, কক্সবাজার ১০ নম্বর ওয়ার্ডেও মো. সালাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, রাজৈর ২ নম্বর ওয়ার্ডের বাদল মাতুব্বর, দাগনভ‚ঞার ৮ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক, চৌদ্দগ্রাম ৬ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমান এবং পটুয়াখালীর নিজামুল হক, দাগনভ‚ঞার মহিউদ্দিন জুয়েল, চৌদ্দগ্রামের মো. সাইফুল ইসলাম শাহীন ও মো. মোকলেস মিয়া, নওয়াপাড়ার মিজানুর রহমান, চৌমুহনীর আনোয়ার হোসেন এবং কুমারখালীর মো. মাহাবুবুল আলম বাবু আত্রান্ত। এছাড়া শ্রীমঙ্গল পৌরসভার মো. আব্দুল আহাদ, কালিয়াকৈর সংরক্ষিত মোসা. হাজেরা বেগম এবং কবিরহাট পৌরসভার আনোয়ার হোসেন আনোয়ার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, সিরাজগঞ্জ পৌরসভার টিকাদানকারী নিপা খাতুন, ফরিদা খাতুন ও সহকারী কর আদায়কারী মো. আতিকুল ইসলামসহ ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন নয় জন। এছাড়া সেনবাগ পৌরসভার নৈশপ্রহরী জয়নাল আবেদীন ফকির মারা গেছেন বলে জানানো হয়েছে।
##



 

Show all comments
  • তাসমিন আলী ২০ জুন, ২০২০, ১২:৪২ এএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী হিসাবে এই পৌরসভার বেতন ভাতার স্হায়ী সমাধান দেওয়ার জন্য বিনীড আবেদন করছি।এই পৌরসভায় স্বাস্হ্য কর্মীরা টিকাদানের কাজ চলমান রেখেছ। জিবনের যুকি নিয়ে নিরলসভাবে শিশুদের ও মহিলাদেরকে ও টিকাপ্রাদনের কাজ করছে।আমরা বাচঁতে চাই।আমাদের কে বেতন দিন।
    Total Reply(0) Reply
  • তাসমিন আলী ২০ জুন, ২০২০, ১২:৪২ এএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী হিসাবে এই পৌরসভার বেতন ভাতার স্হায়ী সমাধান দেওয়ার জন্য বিনীড আবেদন করছি।এই পৌরসভায় স্বাস্হ্য কর্মীরা টিকাদানের কাজ চলমান রেখেছ। জিবনের যুকি নিয়ে নিরলসভাবে শিশুদের ও মহিলাদেরকে ও টিকাপ্রাদনের কাজ করছে।আমরা বাচঁতে চাই।আমাদের কে বেতন দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ