Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে গণ কবরস্থান উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৮:২৩ পিএম

রাউজানের হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া পুল এলাকায় একটি গণ কবরস্থান উদ্বোধন করা হয়েছে। ১৯ জুন বাদ জুমা মোনাজাতের মাধ্যমে জায়গাটির উদ্বোধন করেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)। সাথে ২০০৮ সালে প্রতিষ্টিত মসজিদে ছাহাবা ছৈয়্যুদুনা ওসমান (রঃ) এবাদতখানাকে জুমা মসজিদ রুপান্তর করে শুক্রবার জুমার নামাজও আদায় করেন মুসল্লীরা। হলদিয়া ভিলেজ সড়কের পাশে একসময়ের নির্জন এলাকা হিসাবে পরিচিত হলদিয়া রাবার বাগানের সড়কের মাথায় এলাকার বিশিষ্ট দানবীর আলহাজ্ব আহমদুর রহমানের (বর্তমান মৃত) পৃষ্টপোষকতায় ঐ এলাকায় গড়ে উঠে একটি মসজিদ ও হেফজখানা। তার উত্তরসুরী ছেলে প্রবাসী জমির-উর রহমান পিতার হয়ে দীর্ঘ ১২/১৩ বছর যাবত চালিয়ে আসছিলেন বিনা বেতনে থাকা খাওয়া হেফজ ছাত্রদের ভরণ পোষন সহ যাবতীয় কর্মাধি। এরই মাঝে মাদ্রাসা ও মসজিদের পাশাপাশি ৮ শতক জায়গার উপর গণ কবরস্থানের উদ্যোগ নেন জমির উর রহমান। তাও সফলভাবে সম্পন্ন করেন শুক্রবার বাদ জুমা।
আত্মহত্যাকারী ব্যথিত সকল মুসলমানের লাশ দাফন করা যাবে সে কবরস্থানে জানান জমির উর রহমান। ছাহাবা ছৈয়্যুদুনা ওসমান (রঃ) হেফজখানা, মসজিদ, গণ কবরস্থান পরিচালনায় আর্থিক যোগান দিয়েছেন প্রবাসী জমির উর রহমান নিজেই। প্রায় ৪৬ গন্ডা (৯২শতক) জায়গাতে গড়ে উঠেছে মসজিদ, মাদ্রাসা, আবাসিক হোষ্টেল, রান্নাঘর, কবরস্থান সহ নানা স্থাপনা। মসজিদ মাদ্রাসা পরিচালনায় আজীবন খরচ বহন করতে নির্মাণ করা হয়েছে দোকান ও আবাসিক ভবন। ঐসব স্থাপনা থেকে আয়ের টাকা দিয়ে পরিচালিত হবে মসজিদ ও গরীব এতিম ছাত্রদের ভরণ পোষনের মত ব্যবস্থা। পথ প্রান্তের মানুষের নামাজ আদায় করতে মসজিদ, আর গরীব অসহায়দের ছেলেদের জন্য হেফজখানা, কবরের জায়গা না থাকা পরিবার ও বেওয়ারিশের জন্য কবরাস্থান।
জানা গেছে, সবকিছু জমিউর রহমানের পিতার ঈছালে ছাওয়াবের জন্য করা হয়েছে। এলাকার সমাজ সেবক এস এম এয়াছিনের মতে জমির উর রহমানের সব কাজই জনকল্যাণ মূলক। এগুলোকে বলা হয় মহৎ উদ্যোগ। কবরস্থান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মরহুম হাজী আহমদুর রহমানের বড় ছেলে মুহাম্মদ শফি, হলদিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম সিকদার, সমাজ সেবক এস এম এয়াছিন, মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ কাদেরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, আমিরহাট হযরত এয়াছিনশাহ অটোরিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ মমতাজ উদ্দিন প্রমুখ। পরে আগত মেহমানদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ