Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ রোধ : প্রশাসনের হস্তক্ষেপে ৬ জনের জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৭:৪৭ পিএম

টোল ফ্রী ১০৯ নম্বর থেকে ফোন পেয়ে বাল্য বিবাহ রোধ করল ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮জুন) রাতে হটলাইন ১০৯ থেকে ফোন পেয়ে উপজেলার দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়ায় হাজির হন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম। এসময় নবম শ্রেণীতে পড়–য়া অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিবাহ দিতে যাওয়ার অপরাধে কনের পিতা হাসমত আলী(৫৩), ভাই শহিদুল ইসলাম সহযোগিতা করার জন্য প্রতিবেশী শাহজাহান আলী ও আব্দুল মালেক সহ বর মো: শফিকুল ইসলাম ও তার পিতা আব্দুস সাত্তার(৫৫)কে আটক করে পুলিশ। তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের অফিসে আনা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে আদেশ দেন।
নির্বাহী ম্যাজিষ্টেট মো: জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করলে সকলেই মোট ৬০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পায়। এসময় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা: আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ