Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৭:৪১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক চক্র ল্যাপটপ দেয়ার নাম করে শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনও জাকির হোসেন শুক্রবার ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ইউএনওর সরকারি নাম্বার ০১৭৩৩৩৭৩৩৩৬ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ল্যাপটপ দেয়ার কথা বলে দ্রুত ৯হাজার টাকা বিকাশ নাম্বারে পাঠাতে বলা হয়। ওই প্রতারক চক্রের কথামতে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল্লাহ, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, ফানুর মাদ্রাসার সুপার জমির উদ্দিন, শ্রীনগর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের বরকত উল্লাহ, গনিত শিক্ষক সালেহা বেগম, শরিরচর্চা শিক্ষক হাফিজুর রহমান, দেবস্থান ইউনুছ দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদিন ০১৮৭০৭৭২০৭৭ নাম্বারে প্রত্যেকে ৯হাজার করে টাকা পাঠান। পরে শুক্রবার শিক্ষকরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে প্রাতারণার বিষয়টি জানতে পারেন। নাম্বারটি প্রতারক চক্র ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ল্যাপটপ দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ায় ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারক চক্রকে ধরতে কার্যক্রম চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, শুক্রবার শিক্ষকরা বিষয়টি আমাকে অবহিত করলে প্রতারণার বিষয়টি জানতে পারি। পরে থানায় একটি সাধারন ডায়েরি করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ