Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে বরের বাবার ১০ হাজার টাকা অর্থদন্ড

বাল্য বিয়ের আয়োজন

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৭:০৯ পিএম

নীলফামারীর সৈয়দপুরে বাল্য বিয়ের আয়োজন করায় দায়ে বরের বাবার দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম ওই অর্থদন্ড করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের দূর্গামিল এলাকার মো. হাবিব ও মোছা. পারভীন দম্পতির ছেলে মো. তাহির হোসেন। ছেলে পেশায় একজন গ্লাস মিস্ত্রি। জন্ম নিবন্ধন কার্ডে তাঁর জন্ম তারিখ উল্লেখ রয়েছে ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি। ওই হিসেবে তাঁর বর্তমান বয়স ২০ বছর ৪ মাস ১২ দিন অর্থাৎ এখন তাঁর বিয়ে বয়স হয়। বিয়ের বয়স না হলেও অপ্রাপ্ত বয়স্ক ছেলে তাহিরের বিয়ে ঠিক করা হয়। কণে একই ক্যাম্পের মো. আফাক ও আনোয়ারী বেগমের দম্পতির মেয়ে পুতুল আখতার। মেয়ে পুতুল আখতারের বয়স ১৫ বছর ৯ মাস নয় দিন। গতকাল শুক্রবার ছিল তাদের ওই বাল্য বিয়ের দিনক্ষণ। এ বাল্যবিয়ের সব আয়োজন শেষে শহরের দূর্গামিল ক্যাম্পের অফিস রুমে অতিথি আপ্যায়ন চলছিল। বর পক্ষও যথাসময়ে কণের বাড়িতে চলে আসেন। আর অল্প কিছু সময় পরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঠিক এমন সময় খবর পেয়ে সেখানে উপস্থিত হন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম। তিনি সেখানে বাল্য বিয়ের আয়োজনের সবকিছুই দেখতে পান। এ অবস্থায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিয়ে আয়োজনের দায়ে বরের বাবা মো. হাবিবের ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ওই অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম। এ সময় সৈয়দপুর উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছা. নূরন্নাহার শাহজাদী, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু ও সৈয়দপুর থানা উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম বলেন, বাল্য বিয়ে দন্ডনীয় অপরাধ। তিনি বাল্য বিয়ের বিষয়ে সকলকে সচেতন হওয়াসহ অন্যদের সচেতন করার আহবান জানান। সেই সঙ্গে বাল্য বিয়ে মুক্ত সৈয়দপুর গড়তে সকলের সহায়তা কামনা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ