Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে টানা বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৪:১১ পিএম

প্রতি বছর বর্ষায় পাহাড় ধ্বসের ঘটনায় অনাকাঙ্খিত প্রান হানির ঘটনা ঘটে থকে। এই দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
টানা ভারি বর্ষণে ধসের আশঙ্কায় কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) থেকে এ ব্যাপারে পাহাড়ি এলাকায় মাইকিং কে সতর্ক করা হয়। এরপর শুরু হয় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ২০টি দল গঠন করা হয়। তারা ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছেন।

এছাড়া, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। তবে শুক্রবার টানা বৃষ্টি একটু কমেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ