Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ১২ব্যবসায়ী, ৫পথচারীকে জরিমানা ও ৪দোকান সাময়িক বন্ধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৮:১৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করে অযথা ঘুরা ফেরা করায় ১২ব্যবসায়ী ও ৫পথচারীকে ৩৬হাজার ৬শ টাকা জরিমানা ও ৪দোকানকে সাময়িক বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
জানা যায়, ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও জরুরি সেবা প্রদান করা প্রতিষ্ঠান ছাড়া উপজেলার সকল ব্যবস্যা প্রতিষ্ঠান বিকাল ৪টার পর বন্ধ থাকার নির্দেশ প্রদান করেন উপজেলা প্রশাসন। ওই নির্দেশ অমান্য করে বেশ কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছিলো। এমন খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। এঅবস্থায় ২ ব্যবসায়ীকে ৬হাজার টাকা জরিমানা ও ৪ দোকানকে সাময়িক বন্ধ করে দেন।
অপরদিকে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখায় ১০ ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করে অযথা ঘুরা ফেরা করায় ৫পথচারীকে মোট ৩০হাজার ৬শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ