Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:২৫ পিএম, ২৭ জুলাই, ২০১৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি স্পিনিং মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আজ বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় অবস্থিত নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলের শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়।
শ্রমিকরা জানান, যাত্রামুড়া এলাকার নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলে প্রায় ৬শ’ শ্রমিক কাজ করেন। তাদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বেশ কয়েকদিন ধরেই শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ দেই দিচ্ছি করে তাদের ঘুরাতে থাকেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা শিগগিরই পরিশোধ করে দেয়া হবে বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ