Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশাসনের কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করার নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে সভা পরিচালনা করতে প্রশাসনের কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দফতরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

তবে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি ও অত্যাবশকীয় ক্ষেত্র ব্যতীত সকল সভা ভার্চুয়াল উপস্থিতিতে আয়োজন করার নির্দেশনা দিয়েছে। সে নির্দেশনা অনুযায়ী এখন ভার্চুয়াল সভার অন্যতম অনলাইন মাধ্যমে পরিণত হয়েছে জুম।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তার স্মার্টফোন /ট্যাব/ ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড /আপডেট করে প্রস্তুত থাকার অনুরোধ করা হলো। করোনাভাইরাস সংক্রমণ রোধে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে সরকারি অফিস-আদালত খুলে দেয়া হয় এবং গণপরিবহন চালু হয় ১ জুন।
##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ