পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে সভা পরিচালনা করতে প্রশাসনের কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দফতরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
তবে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি ও অত্যাবশকীয় ক্ষেত্র ব্যতীত সকল সভা ভার্চুয়াল উপস্থিতিতে আয়োজন করার নির্দেশনা দিয়েছে। সে নির্দেশনা অনুযায়ী এখন ভার্চুয়াল সভার অন্যতম অনলাইন মাধ্যমে পরিণত হয়েছে জুম।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তার স্মার্টফোন /ট্যাব/ ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড /আপডেট করে প্রস্তুত থাকার অনুরোধ করা হলো। করোনাভাইরাস সংক্রমণ রোধে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে সরকারি অফিস-আদালত খুলে দেয়া হয় এবং গণপরিবহন চালু হয় ১ জুন।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।