Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কল্যাণপুরে নিহতদের মধ্যে জোবায়েরের বাড়ী নোয়াখালী

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : গত মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় নিহত যুবকদের মধ্যে জোবায়ের হোসেন নামক একজনের বাড়ী নোয়াখালীতে বলে ধারণা করছে পুলিশ। বুধবার সকাল ১১টায় নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, কল্যাণপুরে নিহত জঙ্গিদের মধ্যে জোবায়ের এর বাড়ী পশ্চিম মাইজদী গ্রামে বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। জোবায়েরের মৃতদেহ শনাক্ত করার জন্য তার পরিবারের লোকজনকে ঢাকায় পাঠানো হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।
পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানের তথ্য মতে, চলতি বছরের গত ২৫ মে জোবায়ের নিখোঁজ হয়। সে নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামের আবদুল্লা মেম্বার বাড়ীর আবদুল কাইয়ুমের ছেলে এবং নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স (সম্মান) ১ম বর্ষের ছাত্র জোবায়ের হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ