পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। যাত্রী না পাওয়ায় আগামী রোববার থেকে এ দুটি ট্রেন চলাচল বন্ধের ঘোষণা আসছে বলে রেলওয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান।
রেলওয়ে সূত্র জানায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসে শুরু থেকেই যাত্রী সংখ্যা কম। বিশেষ করে সোনার বাংলা ট্রেনে যেসব যাত্রী চলাচল করেন তারা সচেতন হওয়ায় ট্রেনে ভ্রমণ করছেন না। স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের অর্ধেক আসন খালি রাখায় প্রায় প্রতিদিনই এই ট্রেন খালি যাওয়া-আসা করছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল।
অন্যদিকে, নোয়াখালী রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। এ কারণে বেশ কয়েকদিন থেকে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লাকসাম পর্যন্ত যাতায়াত করছে। তাই এ দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে পশ্চিমাঞ্চলের ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস এবং ঢাকা-লালমনিরহাটের লালমনি এক্সপ্রেস ট্রেন দুটিও একই কারণে বন্ধ ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গত ৩১ মে থেকে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য রেলের অর্ধেক টিকেট বিক্রি বন্ধ রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।