Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক উসকে দিলেন রাবিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৫:১৬ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আবারও বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক তুঙ্গে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা রানাউত, বিবেক ওবেরয়, নির্মাতা শেখর কাপুর ও রাম গোপাল। এবার সে তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন রাবিনা ট্যান্ডন। সেখানে তিনি লিখেছেন, 'হিরো ও তার বান্ধবীদের জন্য অসংখ্য সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এমনকি, মিডিয়ার কিছু ভুল রিপোর্টের জন্যও তাকে ভুগতে হয়েছে। এসবের জন্যই ক্যারিয়ার নষ্ট হয়। তবে এই সংগ্রামে কেউ উত্তীর্ণ হয়, কেউ হয় না।'

তিনি আরও লেখেন, 'এই ইন্ডাস্ট্রিতে কেউ সত্যি কথা বললেই তাকে মিথ্যাবাদীর তকমা দেওয়া হয়। পাশাপাশি মানসিক রোগীও বলা হয়। যখন কারও পেছনে লাগা হয়, তখন তার পুরো ক্যারিয়ার শেষ করে তবেই শান্ত হয় কিছু মানুষ।'

রাবিনা তার পোস্টে কারও নাম প্রকাশ্যে না আনলেও অভিযোগের তীর যে গৌরি খান ও কাপুরদের গার্ল গ্যাংয়ের দিকেই ছুড়েছেন সেটি একেবারেই স্পষ্ট। কেননা শাহরুখ পত্নী গৌরি এবং কারিশমার শত্রুতার জেরেই তার ক্যারিয়ায়ে ভাটা পড়েছে। আর সেকারণেই সুযোগ বুঝে স্বজনপ্রীতি বিতর্ক উসকে দিলেন এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ