Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় সেনাবাহিনীর বিনামূল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৫:১৪ পিএম

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় নওগাঁর মান্দায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার কয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সেনানবিাসের ১০বীর অধিনায়ক লে: কর্নেল মো: গোলাম মাবুদ হাসান, পিএসসি। বগুড়া সেনানবিাসের সার্বিক ব্যবস্থাপনায় সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ার তত্বাবধানে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ৩০০জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা এ দেওয়া হয়।
এসময় ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে: কর্নেল মোছা: তহমিনা আকতার, বগুড়া সিএমএইচ এর গাইনী বিশেষজ্ঞ লে: কর্নেল উম্মে রুম্মান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শামিরা, বগুড়া সিএমএইচ এর ক্যাপ্টেন শর্মিতা জাহান, ১০ বীর ক্যাপ্টেন পারভেজ রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সারাদেশের মত করোনা ভাইরাসের প্রাদুভাবের পরিস্থিতিতে চিকিসা না পাওয়া এসব গর্ভবতী মায়েদের বিনামূল্যে নওগাঁর মান্দায় এসব স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ