Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় নর্দমার খালের পানিতে পড়ে শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৫:১০ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় নর্দমার খালের পানিতে পড়ে গিয়ে লাইসা নামের ছয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ডিইপিজেড ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
বুধবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার কাজীবাড়ি সংলগ্ন নয়নজুলি খালের নর্দমায় পড়ে নিখোঁজ হয় শিশু লাইসা।
নিখোঁজ লাইসা তার বাবা মুদি দোকানী মো. রাকিব ও গার্মেন্টকর্মী মায়ের সাথে স্থানীয় মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি পিরোজপুরে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানায়, দুপুরে শিশু লাইসা তার বাবার দোকানে যাওয়ার সময় তার হাতে থাকা খেলনা নয়নজুলি খালের নর্দমার পানিতে পড়ে যায়। এসময় সে খেলনা তুলতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে েিয় পানিতে তলিয়ে যায়। তার সাথে থাকা অপর এক শিশু রাইসাকে পানিতে পড়ে যেতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা টনাস্থলে েিয় শিশুটির একটি জুতা ডাঙ্গায় ও অপরটি পানিতে দেখতে পায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও খালের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারে বেগ পেতে হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। তবে খালটি দিয়ে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য যাওয়ায় ¯্রােত বেশি। তিনি ধারনা করছেন ¯্রােতের কারনে শিশুটি আর্বজনা কিংবা টানেলের ভিতরে আটকে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ