বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি নানা সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে গ্রামবাসীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযুক্ত ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৭জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই বরখাস্তের কথা উল্লেখ করা হয়।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য রইছ উদ্দিনের বিরুদ্ধে ‘যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প, মাতৃত্ব ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি নানা সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে গ্রামবাসীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। পরে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন সরেজমিন তদন্ত করে ঘটনার প্রমাণ পেয়ে প্রতিবেদন দাখিল করলে ১৭জুন বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযুক্ত ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। এদিকে ইউপি সদস্যের বরখাস্তের খবর এলাকায় পৌছলে ভুক্তভোগীসহ এলাকার মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
এবিষয়ে রাজীবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি সাধারণ মানুষ বিচার পেয়েছে এতে আমি খুশি হয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, প্রতারণা ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হতদরিদ্র মানুষের নিকট থেকে অর্থ আদায় করায় ইউপি সদস্য রইছ উদ্দিকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।