Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খরচে নিঃস্ব বিচারপ্রার্থী

মামলায় বার্ষিক ক্ষতি ১১.৫১৯ কোটি টাকা বিভিন্ন আদালতে দেওয়ানি ফৌজদারি মিলিয়ে এখন ৩৭ লাখের মতো মামলা

সাঈদ আহমেদ | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১২:০১ এএম

মামলার খরচ মেটাতে নিঃস্ব হয়ে যাচ্ছেন বিচারপ্রার্থী। সঞ্চয় শেষ করে বিক্রি করছেন জমি-জিরাত। বিক্রি করে দিতে হচ্ছে গবাদিপশু এমনকি ভিটি-ঘটি-বাটি। তবুও মিলছে না ন্যায় বিচার। তবে বিচারপ্রার্থী নিঃস্ব হলেও অর্থ-বিত্তে ফুলে- ফেঁপে ওঠছে আদালতকেন্দ্রিক পেশাজীবী শ্রেণি। জনসংখ্যা বৃদ্ধিই মামলার সংখ্যা বৃদ্ধির মূলকারণ। কিন্তু সৃষ্ট মামলার বিনাশ না হওয়া গোষ্ঠি স্বার্থেরই নির্দেশক বলে মনে করছেন বিশ্লেষকরা। মামলার বিষ্ময়কর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও লাগাম টেনে ধরার নেই কেউ। ফলে মামলায় জর্জরিত হচ্ছে মানুষ। মামলা জটে ভারাক্রান্ত হচ্ছে আদালত। বিভিন্ন আদালতে এখন দেওয়ানি-ফৌজদারি মিলিয়ে ৩৭ লাখের মতো। আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্রগুলো আরও জানায়, দীর্ঘসূত্রিতায় মামলা পরিচালনার ব্যয় বেড়েছে। এই ব্যয় মেটাতে নিঃস্ব হচ্ছেন লাখো বিচারপ্রার্থী। শুধু বিচারপ্রার্থীই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। ব্যাহত হচ্ছে ন্যায়বিচার। চাপ বাড়ছে আদালতের ওপর। বাড়ছে মামলা জট। দীর্ঘসূত্রিতা এবং মামলা জটের কারণ শুধুমাত্র বিচারক কিংবা সহায়ক কর্মচারী স্বল্পতাই নয়। দায়ী গোষ্ঠিগত স্বার্থ চিন্তা, নানা মাত্রিক স্বার্থ সংরক্ষণ, দুর্নীতি এবং দুর্বল বিচার ব্যবস্থাপনা। দীর্ঘদিন ধরে পূঞ্জীভুত এ সঙ্কট থেকে সহসাই বেরিয়ে আসা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের সদিচ্ছা, সংশ্লিষ্ট পেশাজীবীদের আন্তরিকতা এবং বিচার ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়েই এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন তারা।

মামলার ক্ষয়-ক্ষতি ও অপচয় : আদালত ও সার্বিক বিচার ব্যবস্থা নিয়ে গবেষণা খুব একটা নেই। এ নিয়ে গ্রহণযোগ্য জরিপও কখনও হয়নি। বিচারাঙ্গনের অংশ বিশেষ নিয়ে ব্যক্তি পর্যায়ে কেউ কেউ নিবন্ধ-প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। এসব প্রয়াসের একটি ‘বাংলাদেশের ভ‚মি মামলার রাজনৈতিক অর্থনীতি: বিশাল এক জাতীয় অপচয়ের কতকথা’। গ্রন্থটি অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের। তিনি নিজে এবং ওবায়দুর রহমান ও সেলিম রেজা সেলিম এটি অনুবাদও করেছেন। গ্রন্থের ভূমিকায় দেওয়ানি কিংবা ‘ভূমি মামলার’ ক্ষয়-ক্ষতির কিছুটা ধারণা দেয়া হয়েছে। এতে বলা হয়, প্রায় ১২ কোটি মানুষ ভূমি মামলা দ্বারা ক্ষতিগ্রস্ত। মামলাধীন জমির পরিমাণ ২৩.৫ লাখ একর। যা মোট জমির এক-চতুর্থাংশ। ভোগান্তি বছর প্রায় ২ কোটি ৭০ লাখ বছরের সমতুল্য। মামলা মোকাবেলার জন্য ব্যয়িত অর্থের মোট পরিমাণ দেশের বার্ষিক উন্নয়ন বাজেটের ব্যয়ের চেয়ে বেশি। মামলায় জর্জরিত পরিবারগুলোর সম্পদের ক্ষয়-ক্ষতির মোট পরিমাণ বছরে ১১দশমিক ৫১৯ কোটি টাকা। মামলা জনিত আকস্মিক খরচের বার্ষিক পরিমাণ ২৪ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ৫০ ভাগই বিভিন্ন ধরণের ঘুষ। প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।

ভূমিকায় আরও বলা হয়, ভূমি মামলা মামলা-কবলিত পরিবারগুলোর নিঃস্বকরণ ও বঞ্চনা বৃদ্ধির প্রক্রিয়া ত্বরান্বিত করে। উভয়পক্ষের জন্যই এক ক্ষতিকর যুদ্ধ। যে যুদ্ধে কোনোপক্ষই জেতে না। এটা বিচার বিভাগ, পুলিশ, ভূমি শাসন ও ব্যবস্থাপনা, উকিল, স্থানীয় প্রভাবশালী, টাউট এবং এদের মতো আরও অনেকসহ কেবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কর্মকর্তাদের জন্য জয়-জয়কার পরিস্থিতি। এ বিশাল অপচয় প্রতিরোধ করার জন্য প্রয়োজন এ বিষ্ময়কর বিপুল সংখ্যক অপ্রয়োজনীয় ভূমি মামলা হ্রাস করা এবং ভূমি সংশ্লিষ্ট বিবাদ, সংঘাত এবং মামলায় সম্পৃক্ত পরিবার সমুহের অতিশয় বঞ্চনা ও নিঃস্বকরণের ব্যপ্তি কমিয়ে আনা। এ প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার ব্যবস্থা এবং ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতিতে সংস্কার আনা, তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত সমুহ ও সালিশের মাধ্যমে বিবাদ মীমাংসাকে উৎসাহিত করা, খাস জমি ও জলায় দরিদ্র জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করা এবং সুশীল সমাজকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার জন্য কার্যকর কৌশল উদ্ভাবন জরুরি।

মামলায় ভারাক্রান্ত বিচারাঙ্গন : মামলা দায়ের, তদন্ত এবং বিচার ব্যবস্থার বিদ্যমান বাস্তবতায় এমন হাজারও দৃষ্টান্ত টানা সম্ভব। শুধুমাত্র একটি ঘটনা নয়-একটি মামলার সৃষ্টি, আসামির জামিন, মামলা ঝুলিয়ে রাখা এবং এটিকে হাতিয়ার বানিয়ে অর্থ হাতানোর সাধারণ একটি নমুনাও বটে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় গ্রহণ এবং ন্যায় বিচার প্রাপ্তির অধিকার বিধৃত। কিন্তু নানা বাস্তবতায় বিচারপ্রার্থীর এ অধিকার যেন ভুলণ্ঠিত, ব্যাঘাতগ্রস্ত। আদালতগুলোতে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘ লাইন। বৈরি পরিস্থিতিতেও যেন এ লাইন কমছে না। জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান উন্নয়ন সংস্থার (জিআইজেড)র তথ্য অনুযায়ী, মামলা জটে বিপর্যস্ত বিচারাঙ্গন। আপিল এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ৫ লাখ ৩৭ হাজার ৯৪টি। নিম্ন আদালতে বিচারাধীন মামলা ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। গেলো বছর নতুন মামলা দায়ের হয় ৪ লাখ ৪৭ হাজার ৮৫৪টি। বিপরীতে মামলা নিষ্পত্তি হয় ২ লাখ ৮৪ হাজার ১৩১টি। প্রতিদিন এ সংখ্যা বাড়ছেই।

সংস্থাটির তথ্য মতে, বাংলাদেশে প্রতি ১০ লাখ লোকের বিপরীতে রয়েছেন মাত্র ১০ জন বিচারক। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ১০৭জন। কানাডায় ৭৫জন। ব্রিটেনে ৫১, অস্ট্রেলিয়ায় ৪১, ভারতে ১৮ জন বিচারক। মামলা এবং বিচারকের এ অনুপাত দিন দিন বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়িয়েই চলেছে। বাড়ছে হয়রানি, অপরিমেয় অর্থ ব্যয়। শিকার হচ্ছেন প্রতারণা, জাল-জালিয়াতিসহ নানা অপরাধমূলক ঘটনার। এসব বাড়ছে অনিয়ন্ত্রিত হারে। মামলা জটের মধ্যে প্রায়ই জামিন জালিয়াতির ঘটনা ঘটছে। বিচারপ্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আইনজীবীরা ধরিয়ে দিচ্ছেন জামিনের জাল আদেশ। গত দশ বছরে জামিন জালিয়াতির দেড় হাজারের বেশি ঘটনা ঘটে। সর্বশেষ গত ১০ জুন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ আবু হেনা মোস্তফা কামাল নামক একজন আইনজীবীকে জালিয়াতির দায়ে কারণদর্শায়। সেই সঙ্গে বাতিল করা হয় তার পাঁচ মক্কেলের জামিন। খুলনার টিপু শেখ হত্যা মামলায় গত ১৮ মে তিনি জালিয়াতির মাধ্যমে তাদের জামিন করান। হাইকোর্ট কথিত জামিন প্রাপ্ত পাঁচ ব্যক্তি লুৎফর শেখ, সোহাগ শেখ, জুয়েল শেখ, সেলিম শেখ ও আব্দুল্লাহ মোল্লাকে ফের গ্রেফতারের নির্দেশ দেন। এসব জামিন জালিয়াতির সঙ্গে আইনজীবীদের পাশাপাশি আদালত কর্মচারীরাও জড়িত। ২০১৫ সালে বিচারকের জাল স্বাক্ষরে ভুয়া জামিননামা তৈরি করে শতাধিক দাগী আসামিকে আদালত থেকে জামিনে ছাড় করিয়ে নেয়া হয়।

ঘটনার তদন্তে নেমে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখতে পায় এর সঙ্গে আদালতের পেশকার, উমেদার ও পিয়ন জড়িত। বিচারাঙ্গনে ঘাটে ঘাটে গুণতে হয় বাড়তি পয়সা। মামলার নথি দেখা, হাজিরা দেয়া, ওকালতনামায় সই করা, জামিননামা দেয়া, জামিনের শুনানি করা, মামলার নকল তোলাসহ মামলা সংক্রান্ত যেকোনো কাজে ‘বকশিশ’ বা ‘খরচাপাতি’র নামে বিচারপ্রার্থীর কাছ থেকে আদায় করা হয় বাড়তি পয়সা। এ ক্ষেত্রে কম এগিয়ে নন এক শ্রেণির আইনজীবী এবং তাদের সহায়কগণ। এ ক্ষেত্রে অধিকাংশ আইনজীবীই সাধারণ একটি ‘যুক্তি’ দাঁড় করিয়ে নিয়েছেন। সেটি হচ্ছে-আইনজীবীরা চাকরি করেন না। মক্কেলরা টাকা না দিলে তারা চলবেন কি করে? আদালত পাড়ায় রয়েছে টাউট, প্রতারকদের উৎপাতও। মাঝে মধ্যে ভুয়া আইনজীবী পাকড়াওয়ের ঘটনা ঘটলেও আদালত অঙ্গন টাউটমুক্ত হয়নি। আইনজীবী, কখনোবা মানবাধিকার কর্মী, কখনো বা জজ সাহেবের ঘনিষ্ট লোক পরিচয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে তারা হাতিয়ে নেয় অর্থকড়ি। অথচ এ বিষয়ে বিচারিক ব্যবস্থাপনায় স্থায়ী কোনো সার্ভিলেন্স সিস্টেম নেই। ##



 

Show all comments
  • Rashidul Ahsan ১৭ জুন, ২০২০, ৩:৫১ এএম says : 0
    সরকারের সদিচ্ছা, সংশ্লিষ্ট পেশাজীবীদের আন্তরিকতা এবং বিচার ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়েই এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব
    Total Reply(0) Reply
  • Nazim ১৭ জুন, ২০২০, ৩:৫২ এএম says : 0
    আসলেই, এই বিষয়টি নিয়ে ভাবা দরকার
    Total Reply(0) Reply
  • Jabed ১৭ জুন, ২০২০, ৩:৫২ এএম says : 0
    Thanks a lot to the reporter and The Daily Inqilab
    Total Reply(0) Reply
  • Rasel ১৭ জুন, ২০২০, ৩:৫৩ এএম says : 0
    আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার ব্যবস্থা এবং ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতিতে সংস্কার আনা, তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত সমুহ ও সালিশের মাধ্যমে বিবাদ মীমাংসাকে উৎসাহিত করা, খাস জমি ও জলায় দরিদ্র জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করা এবং সুশীল সমাজকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার জন্য কার্যকর কৌশল উদ্ভাবন জরুরি।
    Total Reply(0) Reply
  • Laboni ১৭ জুন, ২০২০, ৩:৫৪ এএম says : 0
    এক মামলা মানুষের সব কিছু শেষ করে দিতে পারে।
    Total Reply(0) Reply
  • Emam ১৭ জুন, ২০২০, ৩:৫৪ এএম says : 0
    আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক।
    Total Reply(0) Reply
  • Zahid Hassan ১৭ জুন, ২০২০, ৯:০৭ এএম says : 0
    মামলা জটে ভারাক্রান্ত হচ্ছে আদালত
    Total Reply(0) Reply
  • jack ali ১৭ জুন, ২০২০, ৫:৩৬ পিএম says : 0
    ইসলামে বিচার ন্যায়বিচার বা 'অ্যাডল'র আক্ষরিক অর্থ জিনিসগুলিকে তাদের যথাযথ স্থানে রাখা এবং অন্যের সাথে সমান আচরণ করা. অন্য কথায়, ন্যায়বিচারের সমাজের জন্য ইসলামের দুটি সহজ প্রস্তাব রয়েছে: (i) জিনিসগুলিকে তাদের ন্যায়সঙ্গত অবস্থানে রাখুন এবং (ii) প্রত্যেককে তার ন্যায়সঙ্গত অধিকার প্রদান করুন যদি আমাদের দেশটি স্রষ্টা আল্লাহ তায়ালার দ্বারা শাসিত হয় তবে কোনও একক মামলা বিচারাধীন থাকবে না। আমাদের দেশে মানবসৃষ্ট আইন দ্বারা শাসিত হয় কারণ এই জাতীয় লোকেরা খুব বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে, ন্যায়বিচার পেতে ইসলামে আপনার এক টাকারও দরকার নেই।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ জুন, ২০২০, ১০:১৩ পিএম says : 0
    ইনকিলাব পত্রিকার সাংবাদিক সাঈদ আহমেদ সাহেব আমাদেরকে একটি সুন্দর বাস্তবতার ভিত্তিতে একটি নিঘৃত বিষয়ের উপর প্রকৃত তথ্য সম্বলিত প্রতিবেদন আমাদের বিবেচনার জন্যে লিখেছেন। আমি একজন ভুক্তভোগী হিসাবে ওনাকে জানাই আমাদের কষ্টার্জিত লাল সবুজের শুভেচ্ছা। আমি ওনার সকল বিষয়ে একমত পোষন করে বলতে চাই আদালতের বিভিন্ন অন্যায় অত্যাচারের উপর কোন লিখা কেন পত্রপত্রিকায় আসেনা সেই বিষয়ের উপর। চিরা চরিত প্রথা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বলাযায় শিক্ষাঙ্গনে ছাত্ররা সেখানকার সংবাদ পরিবেশন করে থাকে। তবে সেখানে সকল দলের মতাবলম্বীদেরকেই সংবাদদাতা বানানো হয় যার জন্যে সকল দলের খবরাখবর আমরা পেয়ে যাই। কিন্তু এই আদালতে আইনজীবীরা যদিও রাজনৈতিক কারনে বিভিন্ন দল করে থাকেন কিন্তু পেশার বিষয় আসলে ওনার সবাই একদল। যেমনটা আমরা দেখে থাকি পুলিশের মধ্যে তারা যেযতই অন্যায় করে পকেট মোটা করুক না কেন তারপরও ওনাদের উর্ধতন কর্মকর্তারা দেখেও না দেখার ভান করেন। ওনারা (পুলিশ) কেহই কাওরো বিপক্ষে নয় প্রয়োজনে ভাগ বাটোয়ারা হয় এপর্যন্তই। একই ভাবে আইজীবিদের মধ্যেও এই পুলিশের মতই পকেট ভরার নীতি একই ভাবে পালিত হয়ে থাকে। সেজন্যেই ওনারা আদলতে কি করছেন না করছেন, ওনাদের মক্কেলদেরকে কিভাবে প্রতারনা করছেন আর কিভাবে পকেট বানিজ্য করছেন বা পকেট বদল করছেন সেসব বিষয় শুধুমাত্র মক্কেল ছাড়া আর কেহই জানতে পারেনা। আমি দেখেছি প্রতিটি আদালতেই সাংবাদিকদের জন্যে নির্দিষ্ট ঘর রয়েছে যেখানে বিভিন্ন পত্রিকা থেকে সাংবাদিক হিসাবে নিয়োগ পেয়ে সেই ঘরে বসেন এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। কিন্তু আমি কোন পত্রিকায় ওনাদের কোন মামলার বিষয়ে লিখতে দেখিনা। এমনকি আমি নিজেও ওনাদের কাছে ধন্যা দিয়ে আমার সাথে হওয়া অন্যায় নিয়ে কথা বলে কোন কূলকিনারা করতে পারিনি। সেজন্যেই আমার মনে হয় আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বাহিরেও পত্রিকার প্রতিনিধি নিয়োগ দেয়া প্রয়োজন। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে সত্য জানা, সত্য বুঝা এবং সত্য পথে থেকে সত্যকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ