Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজার, শর্তহীন কালোটাকা বিনিয়োগের দাবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

শেয়ারবাজারে অপ্রদর্শিত বা কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে বাজেটে প্রস্তাবিত শর্ত তুলে নেয়ার আহবান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।
গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। শর্তের বেড়াজালে আবদ্ধ কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় কেউ শেয়ারবাজারে বিনিয়োগ করবে না বলে মনে করেন রকিবুর রহমান। তিনি বলেন, অন্যান্য খাতে কালো টাকা সাদা করা যেখানে সহজ করে দিয়েছে, সেখানে অতীত অভিজ্ঞতার আলোকে বলতে পারি, শর্ত দিয়ে এ খাতে কালো টাকা বিনিয়োগে কেউ আগ্রহী হবেন না।
তিনি বলেন, যারা অপ্রদর্শিত কালো টাকা সাদা করবেন, তারা তাদের পরিকল্পনামতো বিনিয়োগ করবেন। এ সুযোগ যখন থাকবে, তখন এই অপ্রদর্শিত কালো টাকা সহজভাবে সাদা হবে। তা শেয়ারবাজারে তারল্য সংকট দূর করে শক্তিশালী করতে একটি ভালো ভূমিকা রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ