Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক দুই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৮:১৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের আসর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলা সোহাগী ইউনিয়নের বৃকাঁঠালিয়া গ্রামের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির ঘরে নিয়মিত মাদকের আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায় এই মাদকের আসরে আগ্নেয়াস্ত্রধারী ব্যাক্তিরাও যাতায়াত করে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মাদকের আসর বসেছে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে এস আই লতিব, এ এস আই মহসিন আলমসহ একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের আসর থেকে ঘরের মালিক মোহাম্মদ আলীসহ দু’জন পালিয়ে গেলেও আগ্নেয়াস্ত্র বহন করা বিল্লাল হোসেন (৪৫) ও মিলন মিয়া কোনো উপায় না পেয়ে হাতের কাছে থাকা দা’ নিয়ে পুলিশকে তাড়া করার চেষ্টা করে। ওই সময় পুলিশ বিল্লাল ও মিলনকে আটক করে বিল্লালের কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। আটককৃত বিল্লালের বাড়ি গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিয়াজুড়ি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে। মিলনের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরহোসেনপুর গ্রামের ফজর আলীর ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, গোপনসূত্রে আগ্নেয় অস্ত্রধারী ও মাদকের আসরের খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় অস্ত্র, ৫ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ