Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংশ নদীর অব্যাহত ভাঙনে নেত্রকোনার ফকিরাবাজার এলাকার পাঁচ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন : ভেঙে যাচ্ছে একমাত্র সড়কও

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৭:০৫ পিএম

পানি বৃদ্ধির সাথে সাথে কংশ নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরাবাজার সংলগ্ন চারটি গ্রামের প্রায় চার শতাধিক বাড়িঘর ও জেলা শহরের সাথে অত্রাঞ্চলের জনগনের যোগাযোগের একমাত্র সড়কটিও ভাঙনের হুমকির মুখে পড়েছে। 

স্থানীয় এলাকাবাসী জানায়, কংশ নদীর ভাঙন অব্যাহত থাকায় ফকিরের বাজার এলাকার কর্ণপুর, চরপাড়া, পাঁচপাই ও বাঘরুয়াসহ কয়েকটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক বাড়িঘর ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরো পাঁচটি গ্রামের প্রায় চার শতাধিক বাড়িঘর। ভাঙনের মুখে রয়েছে নেত্রকোনা জেলা শহরের সাথে ফকিরের বাজার এলাকার জনগনের যোগাযোগের একমাত্র সড়ক ঠাকুরাকোণা-ফকিরের বাজার সড়কের চরপাড়া এলাকায় আধা-কিলোমিটার অংশ। নদীর তীব্র ভাঙনে চরম আতংক ও উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে নদীর পাড়ে বসবাসরত স্থানীয় লোকজন।
চরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক তালুকদার জানান, কয়েক বছর ধরে কংস নদের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে কর্ণপুর, চরপাড়া, পাঁচপাই ও বাঘরুয়া গ্রামের প্রায় পাঁচ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়ে লোকজন এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। যোগাযোগের একমাত্র সড়কটিও চরম হুমকির মুখে রয়েছে। এখনই সড়কসহ নদীর তীরে স্থায়ী বাঁধ না দিলে আরো কয়েক হাজার বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।
কর্ণপুর গ্রামের পংকজ মজুমদার জানান, নদী ভাঙন রোধের জন্য আমরা কয়েক বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন অদ্যাবধি নদী ভাঙন রোধে টেকসই স্থায়ী কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি।
কর্ণপুর গ্রামের কামাল হোসাইন বলেন, আমাদের জমি জমা বাড়িঘর সব কিছু নদীগর্ভে চলে যাচ্ছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না।
স্থানীয় জনগনের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সম্প্রতি নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। ভাঙনের ভয়াবহতা দেখে নেতৃবৃন্দ দ্রুত স্থায়ী বাঁধের আশ^াস দেন।
নদীগর্ভে বসতবাড়ি হারানো কর্ণপুর গ্রামের সাহেব উদ্দিন, আব্দুল মন্নাফ, স্বপন সরকার, সত্যেন্দ্র বর্মণ, সবুর মিয়া ও সেলিম মিয়া জানান, নদী ভাঙনের কারণে তাদের বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। অন্যের বাড়িঘরে আশ্রয় নিয়ে আছি। নিজের বাপের আমলের বাড়িঘর আজ কংশ নদীতে বিলীন হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ আমাদের খোঁজ খবর নিতে আসেনি। নদী ভাঙনের কারণে শুধু বাড়িঘরই নয় ফসলি জমিও নদী গর্ভে চলে গেছে। নদী ভাঙনের কারণে পরিবার পরিজন নিয়ে অনেকেই আজ উদ্ভাস্তু হয়ে পড়েছে।
বারহাট্টার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু জানান, নদী ভাঙনের কারণে কর্ণপুর, চরপাড়া, পাঁচপাই, ফকিরের বাজারসহ অন্তত চারটি গ্রামের শহ¯্রাধিক পরিবার তাদের বসত ভিটা হারিয়েছে। শত শত একর ফসলী জমি নদী গর্ভে চলে গেছে। বর্ষার শুরুতে পানি বাড়তে শুরু করায় বাড়ছে কংশ নদীর ভাঙন। চোখের সামনে বাড়ীঘর সহ ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। নদীর তীর রক্ষা বাঁধ সহ অবিলম্বে সড়কটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয় নি।
এ ব্যাপারে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি নদীর ভাঙনের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, নদী ভাঙন রোধকল্পে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। সড়কের ভাঙন কবলিত অংশটিকে সাময়িক রক্ষার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ