Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন প্রেসক্লাব-‘রেড জোন’ বগুড়ায় করোনায় মারা গেল ব্যবসায়ী

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৪:৩৮ পিএম

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম জুলফিকার আলী ভুট্টো (৫০)। পেশায় ব্যবসায়ী ভুট্টোর বাড়ি বগুড়া শহরের রাজাবাজার এলাকায়। এক সপ্তাহ আগে তার স্বজনরা করোনা পরীক্ষার পর ফল পজিটিভ আসায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর ১টায় তার মৃত্যু হয় বলে ফেসবুক স্ট্যাটাসে জানান তার স্বজনরা ।
বগুড়া স্বাস্থ্য বিভাগের হিসেবে বগুড়ায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের এবং করোনা উপসর্গে আরও ১জন মারা গেছে বলে জানিয়েছে।
এ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৫৪ জন বলে জানানো হয়েছে।
এছাড়াও পেশাগতভাবে বগুড়ায় ২৪ জন ডাক্তার,২১জন নার্স, ২৬ জন স্বাস্থ্য কর্মি,৮৮জন পুলিশ , ৩০ জন ব্যাংকার, ১২জন গণমাধ্যম কর্মী, প্রেসক্লাব ও ১২জন সংবাদপত্র কর্মিও করোনায় আক্রান্ত হয়েছে।
প্রেসক্লাব কর্তৃপক্ষ সোমবার থেকে বগুড়া প্রেসক্লাবকে লকডাউন ঘোষনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছেন।
বগুড়া জেলা প্রশাসন ইতোমধ্যেই বগুড়া পৌর এলাকার ৯টি মহল্লাকে ‘রেড জোন’ ঘোষনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। ডেপুটি সিভিল সার্জন ড, মুস্তাফিজুর রহমান তুহিন বলেছেন, বগুড়ায় স্বাস্থ্য বিধি না মানার বর্তমান ধারা অব্যাহত থাকলে প্রয়োজনে কার্ফিউ জারি করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ