বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইটভাটার ঘরে ঢুকে স্বামীর কাছ থেকে তুলে নিয়ে সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা মহিলা শ্রমিক রিজিয়া খাতুন (২৪ কে ধর্ষণের পর হত্যা করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম হত্যাকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, বাঘারপাড়া জহুরপুর মামুন লস্কারের ইটভাটায় পাগলাদাহ গ্রামের সহিদ বিশ্বাস ও তার স্ত্রী শ্রমিকের কাজ করতেন। রাতে থাকতেন ইটভাটারই একটি ঘরে। সেখানে রাতে ৩/৪জন সন্ত্রাসী ঢুকে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামী ও স্ত্রীকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে স্বামীকে ঘরের বের করে দেয়। স্বামী প্রাণভয়ে দৌড়ে পালান। পরে ইটভাটা ও আশেপাশের লোক নিয়ে এসে দেখতে পান ইটভাটার ঘরে রিজিয়া বেগম মৃত এবং উলঙ্গ ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।