পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রমণরোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ৩ মাস ধরে। প্রাণঘাতি এই ভাইরাসে এখনো প্রতিদিন কয়েক হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। যদিও এরই মধ্যে সাধারণ ছুটি তুলে নিয়ে খুলে দেয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস। কিন্তু শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিচ্ছে না সরকার। বরং আরও এক দফা বাড়ানো হয়েছে ছুটি। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের মহামারীর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৮ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় সাধারণ ছুটি। দুই মাস পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।
করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে আটকে গেছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলেও পিছিয়ে দেয়া হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। প্রাথমিকের সাময়িক ও মাধ্যমিকের অর্ধ-বার্ষিকী পরীক্ষাও নিতে পারেনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। যদিও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সংসদ টেলিভিশন ও অনলাইনে পাঠদান চালিয়ে নিচ্ছে সরকার। তবে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের এই সুবিধা না থাকাতে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।