Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো ১৩ জনের মৃত্যু

করোনা উপসর্গ রেড জোন বিভিন্ন এলাকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০০ এএম

সারাদেশে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁদপুরে ৪; ঝালকাঠি, সাতক্ষীরা ও মৌলভীবাজারে ২ জন করে; চট্টগ্রাম, নোয়াখালী ও বগুড়ার আদমদীঘিতে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, করোনাভাইরাসে বেশি সংক্রমিত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউনের আওতায় আনা হয়েছে। রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায় : চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে গত রোববার রাতে মারা যান ব্যাংক এশিয়ার কক্সবাজার শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দিন (৪৮)। তার গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইনে। করোনা টেস্টে তার নেগেটিভ রিপোর্ট আসলেও তিনি বেশ কয়েকদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান তার ছোটভাই বোরহান উদ্দিন।
এদিকে, চট্টগ্রামে নতুন করে আরো ১৫১ জনের সংক্রমণ পাওয়া গেছে। ছয়টি ল্যাবে ৭০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৩৫ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৩ হাজার ৬৫৬ এবং বিভিন্ন উপজেলার ১ হাজার ৫৭৯ জন। ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের।
যশোর ব্যুরো জানায় : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে গতকল ঘোষিত করোনার টেস্টের ফলাফলে ১১ জনের কোভিড-১৯ পজেটিভ হয়েছে। এর মধ্যে যশোরেরই ১০ জন।
যবিপ্রবি’র সূত্র জানায়, যশোরের ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের এবং মাগুরার ১৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের পজিটিভ এবং ১৩৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
এদিকে, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শহরের ঘোপম উপশহর ও আরাপপুর এলাকা লকডাউন করা হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায় : রাজশাহী মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৩৪। এর মধ্যে মহানগরীতে ৪৫। শনাক্তদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে ও ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন নিজ নিজ বাড়িতে।
শনাক্তদের মধ্যে বাঘায় ১১, চারঘাটে ১৪, পুঠিয়ায় ১১, দুর্গাপুরে ৫, বাগমারায় ১০, মোহনপুরে ১২, তানোরে ১৭, পবায় ৮ ও গোদাগাড়ীতে ১ জন।
এদিকে, করোনা শঙ্কায় রাজশাহী জেলা ও মহানগরে ৩৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকি ৯ উপজেলায় কেউ হোম কোয়ারেন্টিনে নেই। এ পর্যন্ত ১৯৬৭ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়। ছাড় পেয়েছেন ১৯২৯ জন। গতকাল রাজশাহী সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক এ তথ্য জানান।
বরিশাল ব্যুরো জানায় : গতকাল দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের ছয় জেলায় নতুন করে ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৮৫ জনে উন্নীত হল। এসময়ে আরো ১ জনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলাতেই ৫২। এর মধ্যে বরিশাল মহানগরীতেই ৪০ জন। তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল, ভোলা, পিরোজপুর ও বরগুনাতে আরো ২১ জনসহ মোট ৪শ’ সুস্থ হয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফতর।
নোয়াখালী ব্যুরো জানায় : কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে নুরুল আফছার রতন (৪৩) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাদুল্যাপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। গত শনিবার রাতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৬, মোট আক্রান্ত ১৩৭৬।
বগুড়া ব্যুরো জানায় : বগুড়ায় সাংবাদিক, পুলিশ, ডাক্তার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিলিয়ে ১২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ শতাংশই পজিটিভ ফলাফল আসার ঘটনাটি রেকর্ড বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
ডেপুটি সিভিল সার্জন ইনকিলাবকে জানান, সরকারি হিসেবে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪০২। মৃত্যুর সংখ্যা ১৪ ও সুস্থ হয়েছেন ৮৬ জন। মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন বিভাগের সমন্বয়কারী এবং হাসপাতালের আরএমও ডাক্তার শফিক আমিন কাজলও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ছাড়াও ১০ ডাক্তার ও বেশ কয়েকজন কর্মচারী ও নার্সও আক্রান্ত হয়েছেন। এদিকে, বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতীনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে।
রেডজোন ঘোষিত এলাকায় সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ওই সব এলাকার সকল প্রকার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। তবে এ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিবর্গের (অনউিউটি) পরিবহন, কোভি-১৯ মোকাবেলা ও জরুরি পরিসেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি, সংবাদকর্মীর গাড়ি, ওষুধের দোকান, ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিসেবাসহ কোভিড-১৯ মোকাবেলা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রয়েছে।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁদপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ১ জনসহ করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল জেলার হাজীগঞ্জে ২, শাহরাস্তিতে ১ ও মতলব উত্তরে ১ জনের মৃত্যু হয়। গতকাল সকালে চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে মৃত্যু হয় মতলব উত্তরের কালিকাপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবদীন (৮২) প্রধানের।
শাহরাস্তি পৌর ভ‚মি অফিসের কর্মচারী আবদুস সালাম (৪৮) বিকেল ৪টায় নিজমেহার গ্রামে জ্বর, সর্দি ও কাশিতে মারা যায়। গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের খোরশেদ আলম (৫৫) ও ২নং বাকিলা ইউনিয়নের খলাপাড়া পাটওয়ারী বাড়ির জামাল পাটওয়ারী (৫৮) রাত সাড়ে ১০টায় করোনাভাইরাসের লক্ষণ জর, সর্দি ও কাশি নিয়ে মারা যান।
এদিকে, চাঁদপুরে আরো ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৪। এছাড়া করোনায় মারা গেছে ৩৮ জন। নতুন আক্রান্ত চাঁদপুর সদরে ৫, হাইমচরে ৮, হাজীগঞ্জে ৯ (মৃত ৩ সহ), শাহরাস্তিতে ১৫, ফরিদগঞ্জে ৫, মতলব দক্ষিণে ৪ এবং মতলব উত্তরে ৬ জন (মৃত ১ সহ)।
গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫।
এসময়ে ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। মারা গেছেন ৩ জন। গতকাল সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার জানান, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মান্দার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর এলাকার মৃত ঠাকুর চরনের ছেলে রাধাকান্ত চরন (৭৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাৃবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত গভীর রাতে শাহাবুদ্দিন ও গতকাল সকাল ১০টায় রাধাকান্ত মারা যান। এদিকে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত মোট ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় ১৮টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। রেড জোনের মধ্যে সদর উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুষ্টিয়া পৌরসভার ৮টি ওয়ার্ড রয়েছে। এলাকাগুলো হলো- কমলাপুর, থানাপাড়া, কুঠিপাড়া, চৌড়হাস, আদর্শপাড়া, হাউজিং, কালীশংকরপুর, বাড়াদি, জগতি, চেচুয়া ও কুমারগাড়া। ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন। এছাড়া ভেড়ামারা পৌরসভার ফারাকপুর, নওদাপাড়া, পূর্ব ভেড়ামারা, কুঠি বাজার, দক্ষিণ রেলগেট ও বামনপাড়া।
ব্রাক্ষণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ারার ৩টি পৌরসভায় নতুন করে লকডাউন চলছে। এগুলো হল- ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার ৪টি এলাকা, কসবা পৌরসভার ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ড এবং নবীনগর পৌর এলাকা। লকডাউনের কারণে ওই চার এলাকার প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয়া হয়েছে। ২৭ জুন পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে আনসার ব্যাটালিয়ন সদস্য এপিসি আব্দুর রউফ প্রধানের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার গ্রামের বাড়ি নড়াইলের খামারবাড়িতে তিনি মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়াল ৮। ভাঙ্গায় নতুন করে ১৭ জনসহ মোট ২২১ জন আক্রান্ত হয়েছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খান জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভাঙ্গা উপজেলাকে আগামী ৩০ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্য ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে কোর্ট পুলিশের সদস্য মোশারেফ হোসেনের (৫৮) পুলিশ ব্যারাকে মৃত্যু হয়। নলছিটিতে গত রোববার রাতে অনিল কুমার দাস মধু (৬৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
কোর্ট পুলিশের পরিদর্শক আনিসুর রহমান জানান, ভোর রাতে সে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সন্দেহ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মধুর স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার বুকে ব্যাথা, জ্বর ও সর্দি নিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু সেখানে বেড না থাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত অক্সিজেন ছাড়াই রাখা হয় তাকে। রাতে তাকে নিয়ে নলছিটি শহরের পশু হাসপাতাল সড়কের বাসায় নিয়ে আসার পথে মৃত্যু হয় তার।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামে গত রোববার রাত ১২টায় কনরী বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামে রাত সাড়ে ৯টায় মো. মাসুক মিয়া নামের এক যুবক মারা গেছেন।
তারা গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৌলভীবাজারে মোট ১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৯, করোনায় মৃত্যুবরণ করেন ৫ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২ জনের।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরে নতুন করে ৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে নকলায় ২ মেডিক্যাল টেকনোলজিস্টসহ ৮ ও শ্রীবরদীতে ১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হল ১৭৭ জন আর মারা গেছেন ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৪ জন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে নতুন করে এক পুলিশসহ ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় এক পুলিশসহ ৩, ঘাটাইলে ২, ধনবাড়ীতে ২, ভ‚ঞাপুরে ১, মির্জাপুরে ১ ও সখীপুরে ১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৩২৯।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান গতকাল সকালে জানান, আক্রান্তদের মধ্যে ১০৮ জন সুস্থ হয়েছে। ৬ জন মৃত্যুবরণ করেছে। বাড়িতে ও আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন।
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে আসা নিজাম উদ্দীন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার উৎরাইল গ্রামের মো. খয়বর আলীর ছেলে এবং পেশায় গার্মেন্টস কর্মী বলে জানা গেছে। জানা যায়, করোনার উপসর্গ নিয়ে গত রোববার রাতে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন ওই ব্যক্তি এবং এদিন ভোর রাতে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ সদস্যসহ নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। চিকিৎসাধীন আছেন ১০ জন। নতুন আক্রান্ত দুই জনের মধ্যে একজন কলাপাড়া থানার পুলিশ সদস্য অপরজনের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে চতুর্থ দিনেও কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। গতকাল সকাল থেকে লকডাউন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী টহল অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১২ জুন থেকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউন করে প্রশাসন। এ লকডাউন ১৪-২১ দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা যায়। রূপপঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯৬। এর মাঝে রূপগঞ্জ ইউনিয়নে মোট আক্রান্ত ৭৪ জন।
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ৩টি উপজেলার ৭টি এলাকা রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর। গতকাল রাত ৮টা থেকে কার্যকর হয়েছে রেড জোন। ৪ জুলাই পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড (বাজার এলাকা) লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ থেকে ২৫ জুন পর্যন্ত ওই এলাকায় লকডাউন কার্যকর থাকবে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশসহ ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত ২৩৭। এছাড়া ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ