Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্তের শেষকৃত্য সম্পন্ন

বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০০ এএম

সবাইকে অবাক করে দিয়ে রোববার মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে শোকবিহ্বল বিনোদন, ক্রীড়া থেকে শুরু করে আপামর দেশবাসী। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল আত্মহত্যা করেছেন অভিনেতা। গতকাল ময়নাতদন্তের রিপোর্টেও বলা হয়েছে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তার।

গতকাল বিকালে মুম্বাইয়ের ভিলে পার্ল শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্ত সিং রাজপুতের। এদিন সকালেই তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও মহেশ শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত কয়েকদিনে সুশান্তের মানসিক অবস্থা ঠিক কী রকম ছিল, তা জানার চেষ্টা করা হয়। অভিনেতার বোন পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরে তার ভাই ভালো ছিলেন না। তবে তিনি যে চরম পদক্ষেপ করে ফেলবেন, তা কোনওদিন ভাবতেও পারেননি তিনি। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি সুশান্তের ফ্ল্যাট থেকে।
সূত্রের খবর, পুলিশ বেশ কিছু চিঠি এবং কাগজ উদ্ধার করেছে। এছাড়াও অভিনেতার মেডিক্যাল হিস্ট্রি, কল রেকর্ড এবং ব্যাঙ্ক ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে এবং রবিবার সকালে সুশান্তের সঙ্গে ফোনে কাদের কথা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, এই নভেম্বরেই নাকি বিয়ে করার কথা ছিল অভিনেতার। বাবার সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন সুশান্ত। তবে সূত্রের খবর, সুশান্তের কিছু বন্ধু নাকি পুলিশকে জানিয়েছেন যে বাগদত্তার সঙ্গে ক’দিন ধরে ঝামেলা চলছিল অভিনেতার। এদিকে, তার মামা দাবি করেছেন, ‘সুশান্ত আত্মহত্যা করেনি। ওকে মেরে ফেলা হয়েছে। আমরা চাই সিবিআই তদন্ত করা হোক।’
উল্লেখ্য, মাত্র পাঁচ দিন আগেই আত্মহত্যা করেছেন তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। গত ৮ জুন মালাডের একটি বহুতলের ১৪ তলা থেকে ঝাঁপ দেন তিনি। বোরিভলির একটি হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত ঘোষনা করা হয়। দিশার আত্মহত্যার কারণও জানা যায়নি।
সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। গতকাল টুইটারে তার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, ‘ছেলেটা আমাকে খুব ভালোবাসতৃ আমি ওকে খুব মিস করব। ওর এনার্জি, ওর প্রাণশক্তি এবং ওর ওই হাসি ভরা মুখটা মিস করব। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক, ওর পরিবার ও প্রিয়জনদের প্রতি রইল গভীর সমবেদনা। প্রচন্ড খারাপ একটা খবর, আমি সত্যিই চমকে গেছি।’ টেনিস তারকা সানিয়ো মির্জা বলেন, ‘সুশান্ত তুমি তো বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে। তুমি এত হাসিখুশি, প্রাণবন্ত ছিলে, যেখানে যেতে সেখানেই সবাইকে খুশি রাখতে পারতে। কখনও বুঝতেই দিতে না, এত কষ্ট তোমার। গোটা বিশ্ব তোমাকে মিস করবে। এটা লেখার সময়ও কেঁপে উঠছি আমি। হে বন্ধু ভাল থেকো।’
ক্রিকেট তারকা বিরাট কোহলি বলেন, ‘এটা মেনে নেয়া খুব কঠিন। ওর আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বর ওর পরিবার ও বন্ধুদের শক্তি দিন।” রোহিত শর্মা বলছেন, ‘খবরটা হতাশাজনক। বিশ্বাসই হচ্ছে না এমনটা হয়েছে। সত্যি দুর্ভাগ্যজনক।’ শচীন তেন্ডুলকর বলছেন, ‘সুশান্ত সিং রাজপূতের মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। তরুণ এবং প্রতিভাবান অভিনেতা ছিল। ওর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা রইল।’ সূত্র : টাইমস নাউ, জি নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ