Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উখিয়ায় ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৮:৩১ পিএম

উখিয়ায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়ের তুলাতলি গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া গ্রামের মোঃ সৈয়দের ছেলে মোঃ শেখ আনোয়ার (২০), রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের হাকিম আলীর ছেলে মোঃ জোবায়ের (২০) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মোঃ আলীর ছেলে বাপ্পি (১৯)।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে।

আটক ব্যক্তিদের নিকট থেকে উদ্ধার করা ইয়াবার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তিনি আরো বলেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ