Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলীতে পিতার মৃত্যুর সংবাদে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলেও মারা গেল

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৮:১৯ পিএম

সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে পানিতে ডুবে আবুল হোসেন (৭৫) নামের বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সাবেক এক সুবেদারের মৃত্যু হয়। পিতার মৃত্যুর খবর শুনে শোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার ছেলে ইব্রাহিম খলিল দিদার (৪৫)। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার ভোর ৫টা ও বেলা ১১টার দিকে পিতা পুত্রের মৃত্যু হয়। মৃত দুইজনই পশ্চিম চরজুবলি গ্রামের অধিবাসী।

নিহতের পরিবারের বরাত দিয়ে চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, বিডিআরের অবসর প্রাপ্ত সুবেদার আবুল হোসেন সোমবার ভোর ৫টার মধ্যে নিজ বাড়ির পুকুর ঘাটে অযু করতে যান। যেখানে তিনি স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। অযু শেষে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে বাড়ীর লোকজন পুকুরের পানিতে তার লাশ পড়ে থাকতে দেখে চরজব্বার থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, জেলা শহর মাইজদীতে থাকা ওই ব্যক্তির ছেলে ইব্রাহিম খলিল দিদার বাবার মৃত্যুর সংবাদ শুনে চরজুবলি গ্রামের বাড়িতে আসেন। পিতার মৃত দেহ দেখে শোকে কাতর হয়ে স্ট্রোক করলে তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ