বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রৌশন আরা'র বিরুদ্ধে মসজিদ ও ঈদগাঁহ মাঠ উন্নয়নের জন্য জেলা পরিষদ কর্তৃক বরাদ্ধকৃত প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সোমবার মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি বাজার জামে মসজিদের ঈদগাঁহ মাঠ উন্নয়নের জন্য ময়মনসিংহ জেলা পরিষদ ২০১৯-২০ অর্থবছরে ২লাখ টাকার একটি প্রকল্প প্রদান করেন। প্রকল্প চেয়ারম্যান হন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রৌশন আরা বেগম। প্রকল্পের প্রথম কিস্তির ১লাখ টাকা উত্তোলন করেন। যার কোন কাজ করা হয়নি। ইতিপূর্বে ২০১৮-১৯ অর্থবছরে একই মসজিদের নামে ওই ইউপি সদস্য জেলা পরিষদের ২লাখ টাকার প্রকল্প নিয়ে প্রায় ৩০হাজার টাকার কাজ করে বাকী টাকা আত্মসাত করেন। ২০১৯-২০ অর্থবছরের প্রথম কিস্তির টাকা উত্তোলন করার পূর্বে ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু নিজস্ব অর্থায়নে ঈদগাঁহ মাঠের কাজ করান। ওই কাজের উপর রাতের আধাঁরে জেলা পরিষদের নাম ফলক টানিয়ে দেন ইউপি সদস্যের স্বামী। স্থানীয় মুসুল্লিরা দেখে মসজিদ কমিটির সভাপতি মাহফুজুর রহমানকে জানানোর পর তিনি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ইউপি সদস্য রৌশন আরা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, গত ২০১৮-১৯ অর্থ বছরের প্রকল্পের ২লাখ টাকার ভ্যাট ট্যাক্স বাদে প্রায় ৯০ হাজার টাকার কাজ করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের জেলা পরিষদের বরাদ্দকৃত ২লাখ টাকার কাজের পূর্বেই কমিটি মাজেদ বাবুর অনুদানের অর্থেই প্রকল্পে উল্লেখিত কাজ সম্পন্ন করেন। তাই কমিটির সাথে কথা বলে ২য় কিস্তির টাকা উত্তোলনের জন্য নাম ফলক লাগিয়ে দেয়া হয়। প্রকল্প পরিবর্তন না করে কাজটি করা আমার ভুল হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। এবিষয়ে জেলা পরিষদের সাথে কথা হয়েছে। এটি একটি বড় ধরণের দূর্নীতি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য জেলা পরিষদকে চিঠি দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।