Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৭:০৫ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরের বাসষ্ট্যান্ড ও আমুয়াকান্দা অভিযান চালিয়ে দোকান খোলা রেখে সংক্রমণ বিধি অমান্য করার অপরাধে ৮ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল সোমবার বিকালে এ জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দোকান খোলা রেখে সংক্রমণ বিধি অমান্য করে সংক্রমণব্যাধি ছড়ানোর সহযোগিতার অপরাধে দন্ডবিধির ২৬৯ ধারায় আমুয়াকান্দায় আজহার ট্রেডার্সকে ৫ হাজার, সূনীল স্টোরকে ১ হাজার, সাধন স্টোরকে ১ হাজার, নিবাস স্টোরকে ২ হাজার, নুরুদ্দিন স্টোরকে ১ হাজার, নয়ন স্টোরকে ২ হাজার, আজিজুল স্টোরকে ১ হাজার ও বাবুল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং সাথে সাথে তা আদায় করা হয়। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশ প্রদান করা হয়।

উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসময় সহযোগিতা করেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মঞ্জুরুল হক, এসআইটি শামছুল হকসহ পুলিশ ফোর্স।

এ প্রতিনিধিকে ফুলপুর বাসষ্ট্যান্ডে উপস্থিত কয়েকজন বলেন, ফুলপুরে বেশ কিছু ব্যবসায়ী ও অনেক ক্রেতা স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানে না। অনেকে প্রকাশ্যে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন। সেই সাথে অনেক ব্যবসায়ী সন্ধ্যার পরেও দোকান খোলা রাখেন। তাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিতে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান প্রয়োজন বলে তাদের দাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ