Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুলপুরে ভুতুরে বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৬:১০ পিএম

ময়মনসিংহর ফুলপুরে ভুতুরে বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে সোমবার দুপুরে বিদ্যুৎ অফিস ও উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকগণ।

ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের বিদ্যুৎ গ্রাহকগণ প্রথমে ভুতুরে বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ফুলপুর বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে যায় এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।এসময় তাদের সাথে যোগদেয় অন্যান্য এলাকার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরাও। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সাথে দেখা করে বিদ্যুৎ বিল বেশি করা, দেওয়া বিল পূ্ণরায় করা, বন্ধ সেচ মটারের নামে বিল করাসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার সার্বিক বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণ ত্যাগ করেন।

বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিভাগের লোকজন মিটার না দেখেই অফিসে বসে বেশি বিল করে। এক একজনের দুই গুণ, তিনগুণ বিল দিয়েছে বিদ্যুৎ বিভাগ, অনেকের ঘরে খাবার নাই রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, চায়ের দোকান দেয় তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ৮ হাজার,১০ হাজার, ১৫ হাজার টাকার বিদ্যুৎ বিল।কথা বলতে বলতে অনেকেই কেঁদে দিয়েছে। করোনা সময় তারা ১০ কেজি চাউল সরকারের কাছ থেকে পেয়েছে। বিনিময়ের এত টাকার বিদ্যুৎ বিল দেখে অনেকের চোখ কপালে ওটার অবস্থা। তাদেরই একজন ইমাদপুরের অসুস্থ হয়ে কর্মহীন,ওসমান গনি।ছেলে হেলাল উদ্দীন চায়ের দোকান দিয়ে কোন রকমে সংসার চালান, প্রতি মাসে ১ হাজার টাকা বিদ্যুৎ বিল কমানোর দাবী করলেও এবার চার মাসের বিল এসেছে ১৫ হাজার টাকা। দেখাগেলো সারা ফুলপুরে একই অবস্থা। বর্তমান করোনাকালীন সময়ে এ যেন মরার উপর খাড়ার ঘা।



 

Show all comments
  • মোঃশাখাওয়াত হোসেন ১৬ জুন, ২০২০, ৮:৪১ এএম says : 0
    ফুলপুরের বিদ্যুৎ অফিসের সাথে কিছু দালাল কাজ করে, দালাল দের ও তাদের প্রশ্রয়দাতা বিদ্যুৎ অফিসার দের কে কঠোর বিচারের আওতায় আনা হওক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ