Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় শিক্ষকসহ তিন কোচিং সেন্টার মালিককে জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৪:৩২ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে এক শিক্ষকসহ তিন কোচিং সেন্টার মালিককে অর্থদণ্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, সকাল ৮টার দিকে উপজেলার মওলাহাবাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল খায়রুল ইসলামকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন,২০১৮ মতে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। এখানে বাচ্চাদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না তাদের বসার মাঝে নূন্যতম দূরত্ব।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে একই অপরাধে গোলাপনগর বাজারের রাশেদুল টিচিং হোম কোচিং-এর মালিক রাশেদুলকে ১০ হাজার টাকা এবং মওলাহাবাসপুর’র তরিকুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এছাড়া তিনজনকে মুখে মাস্ক ব্যবহার না করারা কারণে ৭’শ টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ