Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে দুই জোড়া দম্পতিসহ ৫ ইয়াবা-গাজা কারবারি গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৪:১৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক-পৃথক অভিযান চালিয়ে দুই জোড়া দম্পতিসহ ৫ জন ইয়াবা,গাজা কারবারিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে,রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক-পৃথক অভিযান চালায় পুলিশ। থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)বুলবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানকালে পৌর সভার ১ নং ওয়ার্ডের ছকু মিয়ার ছেলে ইয়াবা কারবারি আল-আমিন ইসলাম সুজন(২৬) কে ৫০১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। অপরদিকে এস.আই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে নিজামখাঁ গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে গাজা কারবারি রাশেদুল ইসলাম(৩৮) ও তার স্ত্রী রিকতা বেগম(২৮) দম্পতিকে ৫০০ গ্রাম গাজা এবং নগদ ৯ হাজার টাকাসহ গ্রেফতার করেন। এছাড়া এস.আই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রামধন ফুলবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে গাজা কারবারি জহুরুল ইসলাম সরকার(৫২)ও তার স্ত্রী আনজু আরা বেগম(৪২) দম্পতিকে দুই কেজি গাজাসহ গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ