Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৪:১০ পিএম

পাবনা জেলায় করোনা উপসর্গ নিয়ে উৎপল সরকার (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে মারা যান।

উৎপল সরকার পাবনা সদর উপজেলার বাসিন্দা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত ছিলেন।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, এ ব্যাংক কর্মকর্তা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তিনি করোনা রোগী ছিলেন কিনা তা পরীক্ষার ফলাফলের পর নিশ্চিত হওয়া যাবে।

পাবনা জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ও বিএমএ পাবনা শাখার সেক্রেটারি ডা. আকসাদ আল-মাসুর আনন বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি পাবনা জেনারেল হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছিল। তার অবস্থার খারাপ হওয়ায় স্বজনরা তাকে স্থানান্তর করতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ