Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধু লিজার ভবিষ্যত অন্ধকার!

কে থামাবে কান্নার রোল?

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৩:৪১ পিএম

দ্বিত্বল বিল্ডিংএর সাইড ওয়াল ভেঙ্গে গুরুতর আহত রাউজানের গৃহবধু জাকিয়া সুলতানা লিজার ভবিষ্যত অন্ধকার বলে জানালেন চিকিৎসকরা। করোনার ভয়াবহতায় চট্টগ্রাম সহ সারাদেশের চিকিৎসা ব্যবস্থায় যখন প্রকট সংকট তখনই ২৬ বছর বয়সী গৃহবধু লিজা গুরুতর আহত হয়ে মেডিকেলের সীটে মৃত্যু যন্ত্রনায় চটপটে কাতরাচ্ছে। গোটা পরিবারে চলছে কান্নার রোল। লিজার একমাত্র সাড়ে ৩ বছরের অবুঝ শিশু সন্তানও জানেনা তার মায়ের এ করুণ অবস্থা।
জানা গেছে, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খরনা চৌধুরী বাড়ীর মুহাম্মদ জাকির হোসেন চৌধুরী প্রথমা কন্যা ও পটিয়া সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্রী জাকিয়া সুলতানা লিজার সাথে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাঝি পাড়ার প্রবাসী তাজ উদ্দিনের সাথে বিগত চার বছর আগে পারিবারিক ভাবে বিবাহ হয়।
১৪ জুন বিকালে রাউজান থানায় দায়ের করা জিডি সুত্রে জানাগেছে, ১০ জুন দুপুরে লিজার শাশুরঘর পাশ্বস্থ প্রবাসী আবদুল করিমের দ্বিত্বল ভবনের সাইড ওয়ালের কাজ চলছিল। তখন লিজা তাদের বেড়ার রান্না ঘরে দুপুরের খাওয়ার তৈরি করছিল। হঠাৎ সাইড ওয়াল ভেঙ্গে পড়ে রান্না ঘরের উপর। তখন রান্না ঘরের বেড়া টিন সহ সাইড ওয়ালের সমস্থ ইট চাপা দেয় লিজাকে। মুহুর্তের মধ্যে সমস্ত শরীর তেথলে গিয়ে লিজা বেহুশ হয়ে পড়ে। কোমর, মেরুদন্ড, ঘাড়ে, বুকে পিঠে মারাত্মক আঘাত লাগে লিজার। ভাগ্যক্রমে সাড়ে ৩ মাস বয়সী শিশু ছেলেটি খেলার ছলে সামনের রুমে থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে লিজাকে নিয়ে যান চমেকের জরুরী বিভাগে। সেখানে চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে দুদিন ভর্তি থাকার পর ডাক্তারদের চরম অবহেলা সহ্য করতে না পেরে গৃহবধু লিজাকে তার স্বজনরা ভর্তি করেন সিএসসিআরে। বর্তমানে মেয়ের ভবিষ্যত অন্ধকার বলে জানান তার বাবা জাকির হোসেন চৌধুরী (প্রকাশ শাহজাহান)।
তিনি অভিযোগ করে বলেন পাশ্বস্তোরা বিল্ডিং নির্মাণ করলেও নিয়মনীতি না মেনে ইমারত আইন লংগন করেছেন তারা। যার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন।
রাউজান থানার এস আই টুটন মজুমদার জানান, গৃহবধুর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে লিজার পরিবারে চলছে কান্নার রোল। কে থামাবে লিজার অসহ্য যন্ত্রনা?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ