Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রামে ট্রাকের চাপায় স্ত্রীসহ স্বামী নিহত, শিশু সন্তান আহত

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৩:৩১ পিএম

নাটোরের বড়াইগ্রামে ধানের তুষ বোঝাই ট্রাক উল্টে ব্যাটারী চালিত যাত্রীবাহী অটোভ্যানের উপর পড়ে স্ত্রীসহ স্বামী নিহত হয়েছে। তাদের শিশু সন্তান উম্মে হাবিবা (৪) নামে আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বনপাড়া নতুন বাজারে নাটোর-পাবনা মহাসড়কের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চক নুর গ্রামের মো. খতিব শেখের ছেলে আব্দুল ওয়াহাব শেখ (৩০) এবং তার স্ত্রী স্বর্ণা খাতুন (২৫)। নিহত আব্দুল ওয়াহাব বনপাড়া পৌরসভার গুণাইহাটি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে ইউএনও আনোয়ার পারভেজ এবং মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, সোমবার আব্দুল ওয়াহাব ও তার স্ত্রী রায়গঞ্জের নিজ বাড়ি থেকে এসে ভ্যানে কর্মস্থল গুণাইহাটি যাচ্ছিলেন। পথে বনপাড়া বাজার এলাকায় মহাসড়কের ভাঙা গর্তে চাকা পড়ে পাবনাগামী ধানের তুষের বস্তা বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এসময় ট্রাকটি উল্টে ভ্যানের উপর পড়লে স্বামী-স্ত্রী দুজন নিহত ও তাদের শিশু সন্তান আহত হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ