Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেড জোনে বগুড়ার ৯ এলাকা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

উদ্বেগজনকভাবে করোনা ছড়িয়ে পড়ায় বগুড়া শহরের ৯ এলাকাকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। এলাকাগুলো হলো বগুড়া পৌরসভার চেলোপাড়া, নারুলী, নাটাইপাড়া, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতীনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী।

রেড জোনের আওতাধীন এলাকাগুলোতে মোবাইল, ইন্টারনেট, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অত্যাবশ্যকীয় খাত ব্যতীত সবকিছু কঠোরভাবে বন্ধ থাকবে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, গত শনিবার পর্যন্ত বগুড়ায় ১২৯৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুনির্দিষ্টভাবে ১৪ জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ জন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ১টি পিসিআরে
সরকারিভাবে বিনামূল্যে করোনা টেস্ট করা হচ্ছে ।

অন্যদিকে বেসরকারিভাবে টিএমএসএস মেডিকেলের আরেকটি পিসিআরে ২ ক্যাটাগরীতে ৪ ও ৫ হাজার টাকা ফি নিয়ে করোনা টেস্ট করানো হচ্ছে। তবে প্রতিদিন গড়ে প্রায় ২ সহস্রাধিক নমুনা পরীক্ষার জন্য নেয়া হলেও রিপোর্ট ডেলিভারিতে ৫-৭ দিন সময় লেগে যাচ্ছে ।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এখানেই অনেকে করোনা সংক্রমণের শিকারও হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা দ্রুত এখানে সরকারিভাবে আরেকটি পিসিআর ল্যাব স্থাপনের জোর দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ