পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। বাদ যাচ্ছেন না ফ্রন্ট লাইনে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গত শনিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নতুন করে আরও দুইজন চিকিৎসক, স্বাস্থ্য সচিবের স্ত্রী ও একজন রাজস্ব কর্মকর্তা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
এর মধ্যে- বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান এবং এনেস্থেসিওলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ১৪ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার রাত ৯টার দিকে তিনি মারা যান। আর এ খবর গণমাধ্যমকে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী। ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী।
চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকুর রহমান করোনায় আক্রান্ত হয়ে রোববার সকালে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সহ-সভাপতি সাংবাদিকদের ওই ডাক্তারের মৃত্যুর খবর জানান। এনিয়ে করোনায় ৩১ জন চিকিৎসক প্রাণ হারালেন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার। গত শনিবার রাত সোয়া ১২টার দিকে সিএমএইচে ভর্তি অবস্থায় মারা গেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন ইন্তেকাল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।