Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে আরো ৩জন করোনা রোগী শনাক্ত

জেলায় মোট করোনা রোগী ৬৪ জন-সুস্থ ৩৭ জন, মৃত্যুু ১ জন

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৮:৪৬ পিএম

লালমনিরহাট জেলায় আরো ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৬৪ জনে। বিষয়টি ১৪ জুন রবিবার বিকেল সাড়ে ৬ টায় লালমনিরহাট জেলা সিভিল সার্জন অফিসার নিমলেন্দু রায় নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৩ জুন শনিবার লালমনিরহাট সিভিল র্সাজন অফিস থেকে ৪৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হলে ১৪ জুন রোববার বিকেল সাড়ে ৬ টায় রির্পোটে তাদের মধ্যে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার সাজলী বেগম (৪০), পাটগ্রাম সোনালী ব্যাংকের কর্মকর্তা এনামুল হক (৩৪) ও কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের রিয়াজুল ইসলাম(৩০) সহ মোট ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায় বলে বিষয়টি সিভিল র্সাজন অফিস নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস আরো জানায়, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাড়াই পাড়া গ্রামের কেরামত আলী (৫৬) চট্রগ্রামের এলকো কোম্পানীতে কর্মরত ছিলো। সে গত ৬ জুন বাড়ীতে আসলে শর্দি কাশি ও শাসকস্ট জনিত রোগে আক্রান্ত হয়ে গত ৯ জুন মারা যায়। তার শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হলে গত ১৩ জুন শনিবার রাতে তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এটি জেলায় করোনায় প্রথম মৃত্যু বলে নিশ্চিত করেছে।
সিভিল র্সাজন অফিস সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বর্তমানে ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও এযাবত ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে। মৃত্যুবরন করেছে ১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ