Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আলমগীর হোসেনের যোগদান

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৮:৩৪ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আলমগীর হোসেন যোগদান করেছেন। রোববার দুপুর ২ টায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ ইমরানুল হক আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও আলমগীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুধী সমাজ।

নতুন ইউএনও আলমগীর হোসেনের ছাত্র জীবনে শেরে-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ৩০ তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার হিসেবে প্রথম ২০১৬ সালের ২৪ আগষ্ট বাগমারা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে এখানে ২০১৭ সালের ২৫ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন।
এরপর ২০১৭ সালের ৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে ২০২০ সালের ১১ জুন পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আজ রবিবার (১৪ জুন) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করলেন।

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন।

নবাগত ইউএনও আলমগীর হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার টেউরিয়া গ্রামের মোঃ বেলায়েত হোসেনের ছেলে। বিবাহিত জীবনে তিনি দুই ছেলের জনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ