Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় নারীসহ ৩ জনের করোনা শনাক্ত, পৌরশহরের ৯নং ওয়ার্ড রেড জোন ঘোষণা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৭:৫০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন করে নারীসহ ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন পৌরশহরের থানা পাড়া আজাহার কলোনিতে ১ জন ও টিএন্ডটি রোডে ১ জন (নারী) এবং তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়ায় ১ জন। মঠবাড়িয়া পুলিশ প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধেদের এর উপস্থিতিতে আক্রান্তদের বাস ভবন লকডাউন ঘোষণা করা হয়।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলি হাসান জানান আক্রান্তের সংখ্যা বিবেচনায় পৌর সভার ৯নং ওয়ার্ড (থানা পাড়া) রেড জোন ঘোষণা করা হয়েছে। এ এলাকায় এখন পর্যন্ত করোনা সনাক্তের সংখ্যা একই পরিবারের ৩ জনসহ ৫ জন। পরিবারে ১ টি ৬ বছরের শিশুও আছে। তাদের মধ্যে ৪ জন বাড়িতে চিকিৎসাধীন এবং ১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। অধ্যাবদি উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জন।
সুস্থ্য হয়েছেন ১৬ জন। বর্তমানে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ০৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ