Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁর বদলগাছীতে স্কুলছাত্রীকে ধর্ষণ : থানায় মামলা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৪:৫৩ পিএম

নওগাঁর বদলগাছীতে নবম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, শনিবার দিবাগত রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে বাবুল হোসেন ফেলু নামে একজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ফেলু উপজেলার পাহাড়পুর ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশ ও ধর্মপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ করা হয়েছে যে, গরীব পরিবারের ওই কিশোরীরকে গ্রাম সম্পর্কে চাচা ফেলু বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করলে গর্ভবতী হয়ে পড়ে। বৃহস্পতিবার তাকে বিয়ে করবে বলে জয়পুরহাট নিয়ে গিয়ে এক বাড়িতে রেখে শুক্রবার হাতুড়ে চিকিৎসকের দ্বারা গর্ভপাত ঘটায়। বিকেলে অভিযুক্ত ফেলুর ভাই সাইদুল হোসেন মেলেটারী, সালেম মোহাম্মদ ও আজিজার রহমান ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিমাংসার প্রস্তাব দেয়। কিন্তু তাতে রাজী না হয়ে ছাত্রীর মা থানায় মামলা দায়ের করেন। ওসি জানান, আসামী পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ