Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সস্ত্রীক করোনায় আক্রান্ত স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আলী নূর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ২:২১ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসে সস্ত্রীক আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। গত তিনদিন আগে নমুনা পরীক্ষা করালে দুজনেরই পজিটিভ এসেছে।

গণমাধ্যমকে সচিব আলী নূর জানান, গত তিনদিন আগে আমরা দুজনেই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। দুজনেরই পজিটিভ এসেছে। আমার স্ত্রী গত ২৫ মে আক্রান্ত হয়েছিল। শুরুতে বাসায় ছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাই। ওখানে কয়েকদিন থাকার পর ভালো হলে বাসায় নিয়ে আসি। বাসায় এনে চিকিৎসা চলছে। সে একটু বেশিই কষ্ট পেয়েছে। মাঝে তার অবস্থা বেশি খারাপ ছিল। তবে আমার শারীরিক অবস্থা খারাপ হয়নি।

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজনীয় ওষুধের কোর্সও শেষ দিকে।

উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে মো. আলী নূরের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ