Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলতি সপ্তাহে এজিএম চার কোম্পানির

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এগুলো হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সিটি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেডের এজিএম ২৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম বৃহস্পতিবার সকাল ১১টায় আইডিইবি ভবনের মাল্টিপারপাস হল, ১৬০/এ কাকরাইল অনুষ্ঠিত হবে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম বৃহস্পতিবার সকাল ১১টায় ইমানুল নিউ হল, হাউস নং-৮, রোড নং-১৩৫ গুলশান-১ অনুষ্ঠিত হবে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া সিটি ব্যাংক লিমিটেডের এজিএম সকাল সাড়ে ১১টায় আর্মি গলফ ক্লাব, কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট অনুষ্ঠিত হবে। সিটি ব্যাংক বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এজিএম শনিবার ২৩ জুলাই সকাল ১১টায়, চট্টগ্রাম পোর্ট এলাকা শহীদ মোহম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলতি সপ্তাহে এজিএম চার কোম্পানির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ