Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আগস্ট থেকে যাত্রা সীমান্ত ব্যাংকের

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বহুপ্রতীক্ষিত ‘সীমান্ত ব্যাংক’ আগামী আগস্ট মাস থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আগস্টের প্রথম সপ্তাহে রাজধানীর বিজিবি সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকটির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে বিজিবি সদস্যদের কল্যাণে ব্যাংকটির কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সীমান্ত ব্যাংককে চ‚ড়ান্ত লাইসেন্স দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির সেøাগান ‘সীমাহীন আস্থা’। এর মাধ্যমে দেশে তফসিলী ব্যাংকের সংখ্যা হলো ৫৭টি। ২০১৫ সালের ১৭ জুন সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২৩ জুন ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের কাছে ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিজিবির মহাপরিচালকের কাছে ব্যাংকের লেটার অব ইনট্যান্ট হস্তান্তর করেন তৎকালীন গভর্নর। ওই দিনই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্যাংকটির লোগো চ‚ড়ান্ত করা হয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সীমান্ত ব্যাংকের চ‚ড়ান্ত অনুমোদন দেয়। ট্রাস্ট ব্যাংককে অনুসরণ করে ব্যাংকটির পরিচালনা পর্ষদও চ‚ড়ান্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগস্ট থেকে যাত্রা সীমান্ত ব্যাংকের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ