পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে করোনায় মৃত্যু বাড়ছে। একদিনে পাঁচজনসহ গতকাল শনিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১১। উপসর্গ নিয়ে মৃত্যু তার চেয়ে অনেক বেশি। বেশির ভাগের নমুনা পরীক্ষা হচ্ছে না। ফলে করোনায় মৃত্যু হলেও তা হিসাবের বাইরে থেকে যাচ্ছে।
শুক্রবার রাতে উপসর্গ নিয়ে এক চিকিৎসক মারা গেছেন। এ পর্যন্ত চার চিকিৎসকের মৃত্যু হলো। করোনা মহামারী মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা ৮০ জন চিকিৎসক আক্রান্ত। মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। আক্রান্ত র্যাব-পুলিশের ৪৬৮ জন। মৃত্যু হয়েছে ১১ আইনজীবীর। করোনায় মৃত্যুর তালিকায় আছেন শিল্পপতি, পীর, ইমাম, রাজনৈতিক দলের নেতা থেকে সরকারি কর্মকর্তা, ব্যাংকারসহ নানা শ্রেণি পেশার মানুষ।
করোনা এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি বেহাল চিকিৎসায় অন্যান্য জটিল রোগে আক্রান্তদের মৃত্যুও বাড়ছে। বিনা চিকিৎসায় মানুষ মরছে। সরকারি বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বাসা বাড়িতেও অনেকে মারা যাচ্ছেন। চারিদিকে মৃত্যুর বিভীষিকা। সরকারের নানা উদ্যোগেও চিকিৎসার সুযোগ তেমন বাড়েনি। হাসপাতালে ছুটতে গিয়ে মৃত্যু হচ্ছে। এতে জনমনে উদ্বেগ আতঙ্ক বেড়েই চলছে।
সিভিল সার্জন অফিসের হিসাবে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃত্যুর হার আক্রান্তের দুুই শতাংশ। তবে তাদের মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যাই বেশি। মোট মৃত্যুর ৬৯ শতাংশ ২১ থেকে ৫০ বছর বয়সী। আক্রান্তের হিসাবেও এ বয়সীরা শীর্ষে। অধিক বয়সীদের মৃত্যুর হার আট শতাংশ।
চিকিৎসকেরা বলছেন, করোনায় মারা যাওয়াদের বেশির ভাগের অন্য রোগ আছে। ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনির সমস্যা থাকায় মৃত্যু বাড়ছে। আবার যথাসময়ে চিকিৎসা বিশেষ করে অক্সিজেন ও আইসিইউ সার্পোট না পেয়েও অনেকের মৃত্যু হয়েছে। তবে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনায় প্রতিটি মৃত্যুর রেকর্ড আছে। বেশির ভাগ মৃত্যু হয়েছে করোনার সাথে অন্য জটিল রোগ থাকায়।
এদিকে চট্টগ্রামে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। একদিনে আরও ২২২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮১৫ জন। পাঁচটি ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ৮৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩১ জন। বাসায় থেকে সুস্থ হয়েছেন ১২০০ জন। হাসপাতালে ভর্তি ৩৪৩ জন। বাসায় আইসোলেশনে ৪২২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।