Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে আইসোলেশন ইউনিট নির্মাণ গণপূর্ত অধিদফতরের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য কোয়ারেন্টিন সেন্টার, পিসিআর ল্যাব ও আইসোলেশন ইউনিট নির্মাণের কাজ দ্রæত করছে গণপূর্ত অধিদফতর। দীর্ঘ ৪০ বছর ধরে এমন দৃষ্টান্ত না থাকলেও এবার করোনা যুদ্ধে সাফল্য দেখিয়েছে গণপূর্ত অধিদফতর। ঢাকা মিল ব্যারাক পুলিশ লাইনে ৫৯ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট দ্রæততম সময়ে নির্মাণের জন্য গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে পুলিশ।

করোনা মোকাবিলায় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য পেশাজীবীদের মতো গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বলে ইনকিলাবকে জানিয়েছেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।

প্রধান প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ যুদ্ধে আমরা জয়ী হব ইনশাল্লাহ। এই যুদ্ধে গণপূর্ত প্রতিমন্ত্রী ও সচিবের নির্দেশে নিরলসভাবে আমরা কাজ করছি। করোনার বিরুদ্ধে এই যুদ্ধে চিকিৎসক-নার্সরা হচ্ছেন সম্মুখ যোদ্ধা এবং আমরা সহযোদ্ধা।

কাজের গতি সচল রাখতে ঈদের দিনসহ অবকাঠামো নির্মাণ চলমান রয়েছে। একই সঙ্গে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে মন্ত্রী, এমপিসহ সব ভিআইপি এবং সরকারি বাসভবন ও বিভিন্ন ভবনে জীবাণুনাশক ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চালিয়ে আসছে গণপূর্ত অধিদফতর। এছাড়া ডেঙ্গু মশা যাতে না হয় সে জন্য নিজস্ব মেশিন দিয় এসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো কাজ চলমান। ঢাকা মেডিক্যাল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, কুয়েত মৈত্রী, মুগদা, নারায়ণগঞ্জ ৩০০ বেডসহ সারাদেশের সকল সরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা দিয়ে আসছে।

এছাড়া প্রকল্পের সাথে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী মো. এস.এম.এ জাহিদ অপু ও উপ সহকারী প্রকৌশলী সাজেদুল হক বলেন, জনগণের স্বার্থে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীর দিক-নির্দেশনা মোতাবেক কাজ করছি। হাসপাতালগুলো ভালো কাজ করতে পারলে দেশের মানুষ ভালো থাকবে। সে কারণে আমরা কাজ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ